অন্নপূর্ণা ১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
২৬ নং লাইন:
অন্নপূর্ণা ১ পৃথিবীর দশম উচ্চতম পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮০৯১ মিটার। অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের পুরো এলাকা ৭,৬২৯ বর্গ কিলোমিটার অন্নপূর্ণা সংরক্ষিণ অঞ্চল নামে একটি প্রকল্পের আওতায় সংরক্ষিত। এটি নেপালের প্রথম ও সবচেয়ে বড় সংরক্ষিত অঞ্চল। এই সংরক্ষিত অঞ্চলটি ট্রেকিং-এর জন্য বিশ্বখ্যাত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রেকাররা এই অঞ্চলে ট্রেকিং-এর উদ্দেশ্যে আসে।
 
ঐতিহাসিক প্রেক্ষাপটে, পর্বতারোহণের দিক থেকে পৃথিবীর সবচেয়ে কঠিন পর্বতগুলোর কয়েকটি এই অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের অন্তর্গত। তবে সাম্প্রতিককালে কাঞ্চনজঙ্ঘার মৃত্যুহার অন্নপূর্ণার চেয়ে কিছু বেশি বলে প্রতীয়মান হয়। মার্চ ২০১২ নাগাদ, অন্নপূর্ণা ১ পর্বতে ১৯১ জন পর্বতারোহী আরোহণের প্রচেষ্টা চালিয়েছে। এর মধ্যে ৬১ জন মৃত্যুবরণ করেছে। তাই অন্নপূর্ণার মৃত্যুহার ৩২%, যা পৃথিবীর অন্য যেকোন আট হাজারী পর্বতশৃঙ্গের চেয়ে বেশি। বহু পর্বতারোহীদের মতে, অন্নপূর্ণা ১ এর দক্ষিণ পার্শ্ব দিয়ে আরোহণ বিশ্বের সবচেয়ে কঠিন। ২০১৪ সালের অক্টোবরে কমপক্ষে ৩৯ জন অভিযাত্রী অন্নপূর্ণা অঞ্চলে ট্রেকিং করার সময় তুষারঝড় ও হিমবাহের কবলে পড়ে মারা যান। ট্রেকিং-এর ক্ষেত্রে এটি নেপালের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা।
 
অন্নপূর্ণা একটি সংস্কৃত শব্দ, যার আভিধানিক অর্থ “খাদ্যময়”। তবে অন্নপূর্ণা দ্বারা ''ফসলের দেবী''কে বুঝানো হয়। অন্নপূর্ণা দেবী হল সার্বজনীন অন্নের বিধাতা। তিনি অন্ন দান করেন। তিনি ছাড়া পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে আসে। দেবী অন্নপূর্ণার সবচেয়ে জনপ্রিয় মন্দির [[ভারত|ভারতের]] [[বারাণসী|বারাণসীতে]] [[গঙ্গা|গঙ্গার]] তীরে অবস্থিত।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
== আরও দেখুন ==
* [[মাউন্ট এভারেস্ট]]