রাজশাহী কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rcmahbub (আলোচনা | অবদান)
নিবন্ধ সম্প্রসারণ
৭১ নং লাইন:
* '''তৃতীয় বিজ্ঞান ভবন''' -
* '''ইংরেজী ভবন''' -
 
==আবাসিক হলসমূহ==
===মুসলিম ছাত্রাবাস===
১৯২২ সালে সময়ের প্রয়োজনে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের যাত্রা শুরু হয়। ছাত্রাবাসে মোট ০৭ টি ভবন রয়েছে, ভবনগুলো ০৭ জন বীরশ্রেষ্ঠদের নামানুসারে রাখা হয়েছে। এই ছাত্রাবাসেই ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশের প্রথম শহীদ মিনারটি অবস্থিত। ছাত্রাবাসটি পরিচালনার জন্য প্রধান তত্ত্বাবধায়কের কার্যালয় নামে একটি অফিস রয়েছে। ছাত্রাবাসটি পরিচালনার জন্য প্রধান তত্ত্বাবধায়ক ও ০২ জন তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করছেন। ছাত্রাবাসের অফিসিয়াল কাজ করার জন্য ০৩ জন অফিস সহকারী ও ০১ জন এম.এল.এস.এস. রয়েছে। এছাড়া ২১ (একুশ) জন ডাইনিং কর্মচারী ও বিভিন্ন দায়িত্বে কর্মরত ০৬(ছয়)জন কর্মচারীসহ মোট ৩১ (একত্রিশ)জন কর্মচারী রয়েছে।
 
===হিন্দু ছাত্রাবাস===
কলেজের হিন্দু ছাত্রদের আবাসিক সুব্যবস্থার জন্য একটি হিন্দু ছাত্রাবাস আছে৷ ছাত্রাবাসটির নাম “মহারাণী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাস”৷ যেটি প্রতিষ্ঠিত হয় ১৮৯৯ সালে৷ রাজশাহী কলেজ প্রতিষ্ঠায় অবদানকারী মহিয়সী নারী [[মহারাণী হেমন্ত কুমারী দেবী]]’র নামে ছাত্রাবাসটির নামকরন করা হয়৷
 
===ছাত্রীনিবাস===
রাজশাহী কলেজ [[১৮৭৩]] সালে যাত্রা শুরু করার পর এর ছাত্র-ছাত্রী উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। অনেক দূর দূরান্ত থেকে আসা ছাত্রীদের কষ্ট লাঘবের জন্য ১৯৬৬ সালে রাজশাহী কলেজের অদুরে ছাত্রীদের থাকার সুবিধার জন্য অফিস বিল্ডিং, তত্ত্বাবধায়কের বাসভবন সহ একটি দোতলা বিল্ডিং নির্মাণ করা হয় যার নাম মেইন বিল্ডিং এবং এর মাধ্যমে ছাত্রীনিবাসের যাত্রা শুরু হয়। পরবর্তীতে মেইন বিল্ডিং চারতলা করা হয়। ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পর্যায়ক্রমে তাদের আবাসন সমস্যা নিরসনের লক্ষে নিউব্লক, উত্তরা বিল্ডিং, বলাকা ও রহমতুন্নেছা বিল্ডিং তৈরী করা হয়।
 
ছাত্রীনিবাস সুষ্ঠভাবে পরিচালনার জন্য একজন প্রধান তত্ত্বাবধায়ক, দুই জন তত্ত্বাবধায়ক এবং অফিস সহকারী, পিয়ন/আয়া, নৈশ প্রহরী ও সুইপার সহ মোট একত্রিশ (৩১)জন কর্মচারী কর্মরত রয়েছে। ছাত্রীদের বিনোদন ও শিক্ষার মান উন্নয়নের জন্য তিনটি ছাত্রী কমন রুম রয়েছে। কমন রুমে টেলিভিশন দেখা, পেপার পড়া ও খেলাধুলার ব্যবস্থা আছে। ছাত্রীদের প্রত্যেকটি বিল্ডিংয়ে প্রার্থনার জন্য আলাদা রুমের ব্যবস্থা রয়েছে।
 
==সুবিধা এবং বৈশিষ্ট্যসমূহ==