কিউপিড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২০ নং লাইন:
[[চিত্র:Cupidon.jpg|thumb|200px|কিউপিড, [[William-Adolphe Bouguereau|Bouguereau]], [[১৮৭৫]] সালে আঁকা]]
 
ইংরেজি Cupid (ল্যাটিন Cupido যার অর্থ ”কাম”) রোমান পুরাণের কামদেবতা। যুদ্ধের দেবতা [[মার্স]] এবং প্রেমের দেবী [[ভেনাস|ভিনাসের]] পুত্র। গ্রিক পুরাণে তাঁর নাম [[ইরস]]।<ref name=Lar>''Larousse Desk Reference Encyclopedia'', [[The Book People]], Haydock, 1995, p. 215.</ref> যদিও ক্ল্যাসিকার গ্রীক উপাখ্যানে ইরোস ছোট্ট সুন্দরদুটি ডানার অধিকারি তরুন হিসাবে দেখান হয়েছে, হেলেনীয় সময়ে তাকে নিটোল স্বাস্থ্যের অধিকারী ডানাযুক্ত বালকের চেহারায় দেখতে পাওয়া যায়। এই সময়ে তার মূর্তিতে [[তীর ও ধনুক]] সংযোজিত হয় যা কিউপিডের শক্তির প্রতীক। একজন দেবতা বা মানুষ যে কেউ তার তীরের আঘাতপ্রাপ্ত হলে অপ্রতিরোদ্ধ কামের বসবর্তী হবে। পৌরনিক কাহিনিতে কিউপিডের চরিত্রটি সাধানত সংক্ষিপত। গল্পের গতি অব্যাহত রাখতেই তার ব্যবহার বেশী দেখা যায়। শুধামাত্র [[কিউপিড ও সাইকি]] কাহিনিতে কিউপিডকে প্রধান চরিত্রে দেখা যায়। যেখানে তার নিজের অস্ত্রে আঘাতপ্রাপ্ত হয়ে কিউপিড প্রেমের কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়।
 
==তথ্যসূত্র==