রামকৃষ্ণ বিশ্বাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
চিত্র যোগ করা হলো
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[File:Ramkrishna Biswas.jpg|thumb|রামকৃষ্ণ বিশ্বাস]]
'''রামকৃষ্ণ বিশ্বাস''' ({{lang-en|Ramkrishna Bishwas}}) ([[জানুয়ারি ১৬|১৬ জানুয়ারি]], [[১৯১০]] - [[আগস্ট ৪|৪ আগস্ট]], [[১৯৩১]]) ছিলেন [[ভারতীয় উপমহাদেশ|ভারতীয় উপমহাদেশের]] [[ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন|ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের]] একজন অন্যতম ব্যক্তিত্ব। গোপন বিপ্লবী দলের সদস্য ছিলেন। ১৮ এপ্রিল, ১৯৩০ সালে [[চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন|চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের]] নেতা [[সূর্য সেন|সূর্য সেনের]] বিপ্লবী দলের সভ্য হিসেবে ১৯৩০ সালের ফেব্রুয়ারিতে বোমাপ্রস্তুত করার সময় সাঙ্ঘাতিকভাবে আহত হন। মাস্টারদার নির্দেশে [[১৯৩০]] সালের [[জানুয়ারি ১২|১২ জানুয়ারি]] তিনি এবং কালী চক্রবর্তী [[চাঁদপুর]] স্টেশনে ইনস্পেক্টর জেনারেল ক্রেগকে হত্যা করতে গিয়ে তারিণী মুখার্জিকে হত্যা করেন। ২২ মাইল দূরে গিয়ে ধরা পড়েন।<ref name="সংসদ">সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৬৫৭, ISBN 978-81-7955-135-6</ref><ref>[[ত্রৈলোক্যনাথ চক্রবর্তী]], ''[[জেলে ত্রিশ বছর]]'', ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ২৮৩।</ref>
 
==জন্ম==