রাষ্ট্রপতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zahidul71 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
General topic
১৬ নং লাইন:
== সংসদীয় গণতন্ত্র ==
সংসদীয় পদ্ধতিতে প্রেসিডেন্টের পদ শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিপূর্ণ। এখানে তিনি নামেমাত্র রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন যা সরকারের প্রধান হিসেবে [[প্রধানমন্ত্রী]] ও তাঁর দলীয় [[সংসদ সদস্য]] কর্তৃক মনোনীত হন তিনি। [[বাংলাদেশ]], [[ভারত]], পাকিস্তান, ইসরায়েল, আয়ারল্যান্ড, মাল্টা, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরী, পোল্যান্ড, তুরস্ক, আইসল্যান্ড, জার্মানি, গ্রীস প্রমূখ দেশসমূহে এ ব্যবস্থায় প্রেসিডেন্ট মনোনীত করা হয়।
 
== বাংলাদেশের প্রেসিডেন্ট ==
{{মূল|জিল্লুর রহমান}}
 
[[২০০৮]] সালের নবম [[জাতীয় সংসদ]] নির্বাচনে [[শেখ হাসিনা|শেখ হাসিনার]] নেতৃত্বাধীন মহাজোট বিপুল ভোটে জয়লাভ করে। পরবর্তীতে [[বাংলাদেশ আওয়ামী লীগ]] জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি [[নির্বাচন|নির্বাচনে]] প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। এতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় [[২০০৯]] সালে [[বাংলাদেশের রাষ্ট্রপতি|বাংলাদেশের ১৯-তম রাষ্ট্রপতি]] হিসেবে নির্বাচিত হন এবং [[ফেব্রুয়ারি ১২|১২ ফেব্রুয়ারি]] [[২০০৯]] শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।
২০১৩ সালের ২০ মার্চ তাঁর মৃত্যু হলে তাঁর দায়িত্ব নেন স্পিকার [[আব্দুল হামিদ]]। ঐ বছরের ২৪ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত থাকলেও এখন তিনি বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
 
== তথ্যসূত্র ==