রাজেন্দ্র লাহিড়ী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আবদুল কাদির বাঘা (আলাপ)-এর সম্পাদিত 1999668 নম্বর সং...
তথ্যসূত্র প্রদান ও পরিবর্ধন করা হলো
৩৬ নং লাইন:
রাজেন্দ্র লাহিড়ীর জন্ম [[পাবনা জেলা|পাবনা জেলার]] মোহনপুরে। তাঁর পিতার নাম ক্ষিতীশমোহন লাহিড়ী। তাঁর পিতার কাছ থেকেই স্বদেশপ্রেমে দীক্ষা পান। উচ্চশিক্ষার জন্য বেনারস হিন্দু বিদ্যালয়ে আসেন। বারাণসীর ক্লাব, জিম্নাসিয়াম ও সাহিত্য বিষয়ক সকল প্রচেষ্টার সঙ্গে তাঁর যোগ ছিলো। বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্য পরিষদের সম্পাদক হন।<ref name="সংসদ"/>
 
==পুলিসি নজরদারী==
==মামলার রায়ে সাজা==
১৯০৫ সালের [[বঙ্গভঙ্গ (১৯০৫)|বঙ্গভঙ্গ]] থেকেই তাঁর উপর পুলিসের সতর্ক নজর ছিলো।<ref name="শহীদ" />
 
==কাকোরি বিপ্লবে অংশগ্রহণ==
{{See also|কাকোরি বিপ্লব|Hindustan Republican Association}}
বাঙলার তৎকালীন বিপ্লবীগণ উত্তর প্রদেশে আধুনিক পদ্ধতিতে বোমা প্রস্তুত শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। রাজেন লাহিড়ী সেই উদ্দেশ্যেই কলকাতা গিয়েছিলেন। দক্ষিণেশ্বরের বোমার কারখানাতে গিয়েই তিনি সংবাদপত্রে [[কাকোরি বিপ্লব]] সংক্রান্ত গ্রেপ্তারসমূহের সংবাদ পাঠ করেছিলেন। এদিকে বেনারসে তাঁর বাড়ি তল্লাশি করা হয়েছিল এবং তাঁর গ্রেপ্তারের আদেশপত্র বের হয়েছিলো।<ref name="শহীদ">শংকর ঘোষ, ''শহীদ আসফাকউল্লা'', প্রমিথিউস পাবলিশিং হাউস, ২৪ মার্চ ২০১৩, কলকাতা, পৃষ্ঠা-১৩৮-১৩৯ </ref>
 
==মামলার রায়ে সাজা==
১৯২৬ সানে [[কাকোরি বিপ্লব]] সংঘটিত হয় এবং এটির বিরুদ্ধে ব্রিটিশ সরকার কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু করে। এই মামলার বিচারে পণ্ডিত [[রামপ্রসাদ বিসমিল]], '''রাজেন্দ্র লাহিড়ী''', ঠাকুর রৌশন সিং, [[আসফাকউল্লা খান|আসফাকউল্লা খানের]] ফাঁসি হয়। শচীন্দ্রনাথ সান্যালের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। মন্মথ গুপ্তের ১৩ বছর এবং যোগেশচন্দ্র চ্যাটার্জি, [[গোবিন্দচরণ কর]], শচীন্দ্রনাথ বক্সি, মুকিন্দীলাল, রাজকুমার সিং, রামকৃষ্ণ ক্ষেত্রীর ১০ বছর সাজা হয়। এছাড়াও বিষ্ণু শরণ দুব্লিশ, সুরেশচন্দ্র ভট্টাচার্যের ৭ বছর, ভূপেন্দ্রনাথ সান্যাল, রাম দুলারী ত্রিবেদী, প্রেমকিষণ খান্না, বনোয়ারী লাল এবং পরমেশ কুমারের পাঁচ বছরের জেল হয়। এঁরা সকলেই এই অনুশীলন সমিতির সভ্য ছিলেন।<ref>[[ত্রৈলোক্যনাথ চক্রবর্তী]], ''জেলে ত্রিশ বছর'', ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৮৪।</ref>