বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১০৪ নং লাইন:
প্রিয় Happiest persoN, লক্ষ্য করলাম, নীল বিদ্রোহ নিবন্ধে আপনি একটি ব্লগ থেকে অনুলিপি করেছেন এবং লিখেছেন যে, ব্লগ লেখক লেখাটিকে উইকিপিডিয়াতে দেওয়ার অনুমতি দিয়েছেন। প্রসঙ্গত বলি, কোন ব্লগের লেখা উইকিপিডিয়াতে গ্রহণযোগ্য নয়, কারণ উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে ব্লগকে ইয়থ্যসুত্র হিসাবে গ্রহণ করা যায় না। আপনার সম্পাদনা রিভার্ট করতে বাধ্য হলাম বলে আমি অত্যন্ত দুঃখিত। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ। -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ১৩:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
 
: প্রিয় {{U|Bodhisattwa|বোধিসত্ত্ব}} দাদা, আপনার বার্তার জন্য ধন্যবাদ। আমার সম্পাদনা এখনো শেষ হয়নি। তথ্যসূত্র সংযোজন ও অনুলিপি করা লেখাগুলোকে বিশ্বকোষীয় টোনে পুনঃলিখন বাকি ছিল। আমি এটা জানি, উইকিপিডিয়াতে ব্লগের লেখা গ্রহনযোগ্য নয়। কিন্তু যুক্তিগত একটা ব্যাপার রয়েছে। ব্লগের ওই লেখায় লেখকের নিজস্ব মতামত নয়, অনেক উল্লেখযোগ্য তথ্যসূত্রের উপর ভিত্তি করে নিজের ভাষায় লেখা হয়েছে। নীল বিদ্রোহের উপর অফলাইনে গবেষনা করে অনেক তথ্য সন্নিবেশ করেছেন। লেখক নিজে উইকিপিডিয়ার সাথে যুক্ত নন, তাই ওনার পোস্টে জানিয়েছেন, তার হয়ে কেউ তার লেখা ব্যবহার করে বাংলা উইকিপিডিয়াতে নীল বিদ্রোহ সম্পর্কে তথ্যসমৃদ্ধ করে দিতে পারেন। উইকিপিডিয়াতেও কিন্তু আমরা উল্লেখযোগ্য তথ্যসূত্রের উপর ভিত্তি করে নিজের ভাষায় নিবন্ধ সমৃদ্ধ করি। এ ব্যাপারে একবার একটি উইকিপিডিয়া কর্মশালায় {{U|Nahid Sultan|নাহিদ}} ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তিনি ব্লগকে তথ্যসূত্র হিসেবে নয়, তবে ব্লগের লেখার উৎসকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করে নিজের ভাষায় লেখার ব্যাপারে একমত হয়েছিলেন। বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করছি। [[ব্যবহারকারী:Happiest persoN|Happiest persoN]] ([[ব্যবহারকারী আলাপ:Happiest persoN#top|আলাপ]]) ১৪:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
 
উইকিপিডিয়াতেও কিন্তু আমরা উল্লেখযোগ্য তথ্যসূত্রের উপর ভিত্তি করে নিজের ভাষায় নিবন্ধ সমৃদ্ধ করি। এ ব্যাপারে একবার একটি উইকিপিডিয়া কর্মশালায় {{U|Nahid Sultan|নাহিদ}} ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তিনি ব্লগকে তথ্যসূত্র হিসেবে নয়, তবে ব্লগের লেখার উৎসকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করে নিজের ভাষায় লেখার ব্যাপারে একমত হয়েছিলেন। বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করছি। [[ব্যবহারকারী:Happiest persoN|Happiest persoN]] ([[ব্যবহারকারী আলাপ:Happiest persoN#top|আলাপ]]) ১৪:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)