জৈবচিকিৎসা প্রকৌশল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল অ্যাপ সম্পাদনা
৪ নং লাইন:
জৈব চিকিৎসা প্রকৌশল হচ্ছে স্বাস্থ্যসেবা উদ্দেশ্যে চিকিৎসাবিদ্যা ও জীববিজ্ঞান থেকে প্রকৌশলবিদ্যার নীতি ও নকশার প্রয়োগ।এই ক্ষেত্রটি ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসাবিদ্যার মধ্যে পার্থক্য কমিয়ে আনছে।ইহা প্রকৌশলবিদ্যার নকশা ও সমসসা সমাধানের সাথে চিকিৎসা ও জীববিজ্ঞানের আধুনিকতম জ্ঞানের মেলবন্ধনের মাধ্যমে স্বাস্থ্যসেবা,রোগনির্ণয়য়ের উন্নতি ঘটাচ্ছে।অন্যান্য প্রকৌশলবিদ্যার তুলনায় জৈবচিকিৎসা প্রকৌশল তুলনামুলক নতুন চালু হয়েছে।এর সাম্প্রতিক নব নব আবিষ্কার এতটাই গুরুত্ত বহন করে যে ইহা নিজস্ব একটি প্রকৌশলবিদ্যার অংশ হয়ে উঠেছেবচিকিৎসা প্রকৌশলের অধিকাংশ কাজ ই গবেষণা নির্ভর।প্রকৌশলবিদ্যার এই অংশেই কৃত্তিম অঙ্গ,চিকিৎসা সঙ্ক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি,বিভিন্য ঔষধসহ চিকিৎসাবিজ্ঞানের সকল নতুন নতুন আবিষ্কার নিয়ে আলছনা করা হয়।
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}
 
বায়োইনফরমেটিক্স
[[বিষয়শ্রেণী:প্রকৌশল]]
[[বিষয়শ্রেণী:জৈবপ্রকৌশল]]
বায়োইনফরমেটিক্সঃ
বায়োইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হল এমন একটি কৌশল যেখানে জৈবিক-তথ্য সহজে বুঝার জন্য সফটওয়্যার ভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হয়।বিজ্ঞানের একটি আন্তঃবিষয়ক ক্ষেত্র হিসেবে এবং জৈবিক তথ্যাবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য বায়োইনফরমেটিক্স হল কম্পিউটার বিজ্ঞান,পরিসংখ্যান,গণিত ও প্রকৌশলবিদ্যার এক অপূর্ব সম্মিলন।
বায়োইনফরমেটিক্সকে ছাতার সাথে তুলনা করা যায় যেখানে জৈবিক গবেষণার একটি পদ্ধতি হিসেবে কম্পিউটার প্রোগ্রামিংকে ব্যবহার করা হয় পাশাপাশি এটি "পাইপলাইন" এর নির্দিষ্ট বিশ্লেষণের রেফারেন্স হিসেবেও ব্যবহ্রত হয় যা জিনোমিক্স ক্ষেত্রে বারবার ব্যবহার করা হয়।বায়োইনফরম্যাটিক্সের প্রচলিত ব্যবহারসমূহের মধ্যে কোন জীবের জিন ও নিউক্লিওটাইডের(SNPs) সনাক্তকরণ অন্যতম।সাধারণত এসব সনাক্তকরণ করা হয় রোগের জিনগত ভিত্তি, মৌলিক অভিযোজন, কাম্য বৈশিষ্ট্য(বিষেশতঃকৃষি প্রজাতিতে),মানুষের মধ্যে পার্থক্য প্রভৃতি বিষয় সম্পর্কে ভাল করে বুঝার উদ্দেশ্য নিয়ে।অর্থাৎ প্রচলিত ভাবে বায়োইনফরম্যাটিক্স, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন ক্রমের মধ্যে যে সাংগঠনিক নীতিগুলো আছে তা বুঝার চেষ্টা করে।