সুমাত্রা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shamim Sharif Romel (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Shamim Sharif Romel (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৪ নং লাইন:
}}
 
'''সুমাত্রা''' (ইন্দোনেশিয়ান ঃSumatera:Sumatera) [[ইন্দোনেশিয়া|ইন্দোনেশিয়ার]] পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ। এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম (এ অঞ্চলে [[বোর্নিও]] আর [[নিউ গিনি|নিউগিনি]] সুমাত্রার চেয়ে বড় হলেও এসব দ্বীপে অন্য দেশের অংশ রয়েছে)। সুমাত্রার আয়তন ৪,৭৩,৪৮১ বর্গ কিলোমিটার এবং পৃথিবীর দ্বীপগুলোর মধ্যে এটি আয়তনের দিক থেকে ৬ষ্ঠ। সংশ্লিষ্ট ছোটখাটো দ্বীপের অধিবাসীসহ সুমাত্রার জনসংখ্যা প্রায় পাঁচ কোটি।<ref name="Brit">{{cite web | url=http://www.britannica.com/EBchecked/topic/573120/Sumatra | title=Sumatra | publisher=Encyclopaedia Britannica | accessdate=6 July, 2013}}</ref>
 
[[ভারত মহাসাগর]] সুমাত্রার উত্তর-পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও সমগ্র পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে। উত্তর-পূর্বে দ্বীপটি মূল ভূখণ্ড [[মালয় উপদ্বীপ]] থেকে [[মালাক্কা প্রণালী|মালাক্কা প্রণালীর]] মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে। দক্ষিণ-পূর্বে [[সুন্দা প্রণালী|সুন্দা প্রণালীর]] মাধ্যমে [[জাভা দ্বীপ|জাভা]] থেকে এটি পৃথক হয়ে গেছে। দ্বীপটির উত্তর মাথায় [[আন্দামান দ্বীপপুঞ্জ]] অবস্থিত। এর পূর্বে জাভা সাগর আর গুটিকয়েক ছোট ছোট দ্বীপ অবস্থিত। বুকিত বারিসান পর্বতমালা দ্বীপটির প্রায় সমগ্র পশ্চিম দিক জুড়ে রয়েছে। এ পর্বতমালা অসংখ্য জীবন্ত [[আগ্নেয়গিরি]] ধারণ করে আছে। উত্তর-পশ্চিমাঞ্চলে অসংখ্য নদীনালার জটিল বিন্যাস নিম্নভূমি, জলাভূমি আর [[প্যারাবন]] সৃষ্টি করেছে। [[বিষুব রেখা]] এ দ্বীপের উপর অবস্থিত এবং এর ফলে এর জলবায়ু বিষুবীয়, উষ্ণ এবং আর্দ্র। এ অঞ্চলে প্রাধান্য বিস্তার করেছে বিষুবীয় রেইনফরেস্ট।