বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৯৬ নং লাইন:
 
: প্রিয় {{U|Nahid.rajbd|Nahid Hossain}}, যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ। :) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত মোঃ ফখরুল আলম কর্তৃক সম্পাদিত '''আমাদের চলচ্চিত্র''' শীর্ষক বইয়ের ১৯ পৃষ্ঠায় [[আমিনুল হক]] এর জীবনীতে এই তথ্য দেয়া আছে। তার জন্মস্থান সম্পর্কে আপনার কাছে নির্ভরযোগ্য তথ্যসূত্র থাকলে সেটা যুক্ত করে পরিবর্তন করতে পারেন। [[ব্যবহারকারী:Happiest persoN|Happiest persoN]] ([[ব্যবহারকারী আলাপ:Happiest persoN#top|আলাপ]]) ০৯:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
 
:আমি আবারো আপনার কথার প্রেক্ষিতে যোগাযোগ করলাম। তার পরিবার এর সদস্যদের কয়েকজন এখনো [[শিবগঞ্জ উপজেলা, নবাবগঞ্জ|শিবগঞ্জ]] (তৎকালিন পশ্চিমবঙ্গের মালদহ) এর আদিনিবাস এ বসবাস করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী [[আমিনুল হক]] এর জন্ম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামে। আমি উইকিপিডিয়াতে দেওয়ার মত তথ্যসূত্র এর জন্য কয়েকটা জায়গায় ফোন করেছি। নির্ভরযোগ্য তথ্যসূত্র পেলে আবারো আপনার সাথে আলোচনা হতে পারে।--[[ব্যবহারকারী:Nahid.rajbd|Nahid Hossain]] ([[ব্যবহারকারী আলাপ:Nahid.rajbd|আলাপ]]) ১২:০৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)