মোমবাতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link FA template (handled by wikidata)
মামুলি লেখা ছিল সাধারণ লেখা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪ নং লাইন:
আজকাল বেশিরভাগ মোমই [[প্যারাফিন]] থেকে তৈরি করা হয়। এছাড়াও মোমবাতি মৌমাছির শরীর-নিঃসৃত মোম, সয়াবিন এবং অন্যান্য উদ্ভিজ্জ মোম, পশুর শক্ত চর্বি থেকে তৈরি হয়। জেল মোমবাতি প্যারাফিন ও [[প্লাস্টিক|প্লাস্টিকের]] মিশ্রণ থেকে তৈরি হয়।
 
মোমবাতির প্রস্তুতকারককে মোমবাতির কারবারি বলা হয়। মোমবাতি ধরে রাখার জন্যে হরেক রকম মোমবাতি-ধারক প্রচলিত আছে, যা মামুলিসাধারণ ক্যান্ডল-হোল্ডার থেকে শুরু করে জাঁকালো [[ঝাঁড়বাতি]] পর্যন্ত বিস্তৃত।
 
[[দেশলাই]] কাঠির তাপ দিয়ে মোমবাতি জ্বালানোর সময় মোমের কিছু অংশ গলে যায় এবং জ্বালানির অতি সামান্য অংশ [[বাষ্পীভবন|বাষ্পীভূত]] করে দেয়। বাষ্পীভবন হয়ে গেলে জ্বালানি বাতাসের [[অক্সিজেন|অক্সিজেনের]] সাথে মিশে [[শিখা]] তৈরি করে। এই শিখাই মোমবাতির পরবর্তী অংশটুকু জ্বালিয়ে রাখবার জন্যে প্রয়োজনীয় তাপ তৈরি করে: শিখাটির তাপ মোমবাতির ওপরের কঠিন অংশটুকু গলিয়ে ফেলে, তারপর তরল মোম সলতে বেয়ে [[কৈশিকতা]]র দরুণ ওপরে উঠে যায় আর বাষ্পীভূত হয়ে অক্সিজেন সহযোগে পুড়ে শিখাটিকে প্রজ্জলিত রাখে।