হাজার বছর ধরে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mony.bnn (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
পুর্নবর্ধন +
৩৫ নং লাইন:
 
== কাহিনী সংক্ষেপ ==
শিকদার বাড়ীতে বাস করে বৃদ্ধ মকবুল ও তার তিন স্ত্রী সহ আবুল, রশিদ, ফকিরের মা ও মন্ত এবং আরো অনেকে। বৃদ্ধ মকবুলের অষ্টাদশি বউ টুনির মনটা মকবুলের শাসন মানতে চায় না। সে চায় খোলা আকাশের নিচে বেড়াতে, হাসতে, খেলতে। তাই সঙ্গী হিসেবে বেছে নেয় অল্প বয়সী সঠামদেহী মন্তকে। মন্ত বাবা-মা হারা অনাত।অনাথ। বিভিন্ন কাজ করে বেড়ায়। টুনি আর মন্ত সকলের অগোচরে রাতের বেলায় বেরিয়ে পড়ে মাছ ধরতে। বর্ষায় যায় শাপলা তুলতে। এমনি করে দুজন দুজনার কাছে এসে যায়। অব্যক্ত ভালবাসার জোয়ারে ভাসে ওরা দু’জন। কিন্ত কেউ মুখ ফুঁটে বলতে পারেনা মনের কথা, লোক লজ্জার ভয়ে। সমাজের রক্ত চক্ষু ওদের দুরে রাখে।<ref>{{cite web |url=http://www.bmdb.com.bd/movie/127/ |title=হাজার বছর ধরে |accessdate=2016-01-30 }}</ref>
 
== চরিত্রসমূহ ==
* বুড়ো মকবুল - শিকদার বাড়ির প্রধান ও মুরব্বি
 
* আমেনা - বুড়ো মকবুলের প্রথমা স্ত্রী
* [[রিয়াজ]] - মন্তু
* মন্তু - গল্পের নায়ক
* শশী - টুনি
* টুনি - বুড়ো মকবুলের তৃতীয়া স্ত্রী ও গল্পের নায়িকা
* [[এটিএম শামসুজ্জামান]] - মকবুল
* নাজমা আনোয়ার - ফকিরের মা
* সিরাজ হায়দার - আবুল
* হালিমা - আবুলের স্ত্রী
* [[সুচন্দা]] - টুনির মা
* আমির সিরাজী - গুনগনু মোল্লা
 
== রূপায়ন==
=== চলচ্চিত্র ===
এটি [[জহির রায়হান|জহির রায়হানে]]র কালজয়ী একটি উপন্যাস। এখানে লেখক গ্রাম বাংলার হাজার বছর ধরে চলে আসা ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেছেন। গ্রাম বাংলার মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা, আচার-অনুষ্ঠান, ভালোবাসা-নির্মমতা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
২০০৫ সালে জহির রায়হানের প্রথমা স্ত্রী [[কোহিনুর আক্তার সুচন্দা]] হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মান করেন। এ চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্র মন্ত ও টুনির ভুমিকায় [[রিয়াজ]] ও শশী অভিনয় করেন। এছাড়াও শাহনুর, সুচন্দা, এটিএম শামুজ্জামান বিভিন্ন চরিত্র চিত্রায়িত করেছেন। চলচ্চিত্রটি সমালোচক ও দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। সেবছর এটি ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। <ref>{{cite web |url=http://www.bmdb.com.bd/movie/127/ |title=হাজার বছর ধরে |accessdate=2016-01-30 }}</ref> এছাড়াও তিনটি বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করে।
 
==তথ্যসূত্র==