আবদুল হাফিজ কারদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - নতুন অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - নতুন অনুচ্ছেদ
৪৩ নং লাইন:
| deliveries = balls
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 26
| runs1 = 927
৫৬ নং লাইন:
| best bowling1 = 3/35
| catches/stumpings1 = 16/–
| column2 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 174
| runs2 = 6832
৭৬ নং লাইন:
'''আবদুল হাফিজ কারদার''' ({{lang-ur|'''عبد الحفیظ کاردار '''}}; {{অডিও|Abdul_Hafeez.ogg|উচ্চারণ}}; [[জন্ম]]: [[১৭ জানুয়ারি]], [[১৯২৫]] - [[মৃত্যু]]: [[২১ এপ্রিল]], [[১৯৯৬]]) তৎকালীন ব্রিটিশ ভারতের লাহোরে জন্মগ্রহণকারী পাকিস্তানের বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান ও স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের দায়িত্ব পালন করতেন '''আবদুল কারদার'''।
 
তিনি তাঁর সময়কালের খুব স্বল্পসংখ্যক ক্রিকেটারদের একজন হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ভারত দলের পক্ষে খেলেন। স্বাধীনতার পর পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি। তিনজনের একজন হিসেবে [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত]] ও পাকিস্তান - উভয় দেশের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন। অন্য দু‘জন হচ্ছেন আমির ইলাহী ও গুল মোহাম্মদ। পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। বৈশ্বিক পর্যায়ে তাঁকে পাকিস্তান ক্রিকেটের জনকরূপে আখ্যায়িত করা হয়ে থাকে।<ref>{{cite news |url=http://www.timesonline.co.uk/tol/sport/article589595.ece |title=The top 10 Pakistan Test cricketers |work=The Sunday Times |location=London |last=Wilde |first=Simon |date=13 November 2005 |accessdate=25 January 2010}}</ref><ref>{{cite web|url=http://www.cricinfo.com/ci/content/player/41030.html |title=Player Profile: Abdul Kardar |publisher=[[ESPNcricinfo]] |accessdate=25 January 2010}}</ref>
 
== প্রারম্ভিক জীবন ==
১৯২৫ সালে পাঞ্জাবের লাহোরে বিখ্যাত কারদার আারাইন পরিবারে জন্মগ্রহণ করেন।<ref>{{cite web|url=http://cricketarchive.com/Archive/Players/0/750/750.html |title=Player Profile: Abdul Kardar |publisher=[[CricketArchive]] |accessdate=25 January 2010}}</ref> লাহোরের ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন। ঘরোয়া ক্রিকেটে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, উত্তর ভারত ও মুসলিমের পক্ষে খেলেছিলেন।
 
প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২৯.৮৩ গড়ে ৬,৮৩২ রানসহ ২৪.৫৫ গড়ে ৩৪৪ উইকেট পেয়েছেন তিনি।
 
== খেলোয়াড়ী জীবন ==
[[ভারত বিভাজন|ভারত বিভাজনের]] পর পাকিস্তান টেস্ট মর্যাদা পায় ও ১৯৪৮ থেকে ১৯৫২ মেয়াদে পাকিস্তানের পক্ষে খেলেন। এছাড়াও ওয়ারউইকশায়ার ও পাকিস্তান সার্ভিসেস দলের প্রতিনিধিত্ব করেন। ১৯৫২-৫৩ মৌসুমে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলার জন্য তাঁকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। কারদার তাঁর দলীয় সঙ্গীদেরকে [[লালা অমরনাথ|লালা অমরনাথের]] ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে পাঠান। দিল্লি ও বোম্বেতে পরাজিত হয়ে সিরিজ খোয়ায়। কিন্তু, লক্ষ্নৌয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তাঁর দল প্রথমবারের মতো জয়ী পায়।
 
কারদার ঐ সময়কার সকল টেস্টভূক্ত দলের বিপক্ষে নেতৃত্ব দেন ও প্রত্যেক দলের বিপক্ষে জয়লাভ করে তাঁর দল। তন্মধ্যে ১৯৫৪ সালে ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা আনে তাঁর দল।
 
== তথ্যসূত্র ==