গ্যালিলিও গ্যালিলেই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
1.39.37.36-এর সম্পাদিত সংস্করণ হতে Rickdas93-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
Kayser Ahmad-এর সম্পাদিত সংস্করণ হতে 1.39.37.36-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
১৯ নং লাইন:
'''গ্যালিলিও গ্যালিলি''' ({{IPA-it|ɡaliˈlɛːo ɡaliˈlɛi}}; [[জন্ম]]: [[১৫ ফেব্রুয়ারি]], [[১৫৬৪]] - [[মৃত্যু]]: [[৮ জানুয়ারি]], [[১৬৪২]])<ref>{{ws|"[[s:Catholic Encyclopedia (1913)/Galileo Galilei|Galileo Galilei]]" in the 1913 ''Catholic Encyclopedia''}} by John Gerard. Retrieved 11 August 2007</ref> একজন [[ইতালি|ইতালীয়]] [[পদার্থবিজ্ঞানী]], [[জ্যোতির্বিজ্ঞানী]], [[গণিতজ্ঞ]] এবং [[দার্শনিক]] যিনি [[বৈজ্ঞানিক বিপ্লব|বৈজ্ঞানিক বিপ্লবের]] সাথে বেশ নিগূঢ়ভাবে সম্পৃক্ত। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে [[দূরবীক্ষণ যন্ত্র|দূরবীক্ষণ যন্ত্রের]] উন্নতি সাধন যা জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, বিভিন্ন ধরণের অনেক জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, নিউটনের গতির প্রথম এবং দ্বিতীয় সূত্র, এবং [[নিকোলাস কোপারনিকাস|কোপারনিকাসের]] মতবাদের পক্ষে একটি অতি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বিজ্ঞানী [[স্টিফেন হকিং|স্টিফেন হকিংয়ের]] মতে আধুনিক যুগে প্রাকৃতিক বিজ্ঞানের এতো বিশাল অগ্রগতির পেছনে গ্যালিলিওর চেয়ে বেশি অবদান আর কেউ রাখতে পারেনি। তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক,<ref>{{Cite document|title = A Short History of Science to the Nineteenth Century|first = Charles|last = Singer|year = 1941|publisher = Clarendon Press|url = http://www.google.com/books?id=mPIgAAAAMAAJ&pgis=1|page =217}}</ref> আধুনিক পদার্থবিজ্ঞানের জনক<ref name="Einstein">{{cite book|last=Weidhorn|first=Manfred|title=The Person of the Millennium: The Unique Impact of Galileo on World History|year=2005|publisher=iUniverse|isbn=0-595-36877-8|pages=155}}</ref> এবং এমনকি আধুনিক বিজ্ঞানের জনক<ref name=finocchiaro2007>[[#Reference-Finocchiaro-2007|Finocchiaro (2007)]].</ref> হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। এরিস্টটলীয় ধারণার অবসানে গ্যালিলিওর [[আবিষ্কার|আবিষ্কারগুলোই]] সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
 
== জীবনী ==
গ্যালিলিও [[১৫৬৪]] সালের [[ফেব্রুয়ারি ১৫|১৫ই ফেব্রুয়ারি]] তারিখে [[ইতালি|ইতালির]] [[টুসকানি|টুসকানিতে]] অবস্থিত [[পিসা]] নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা [[ভিনসেঞ্জো গ্যালিলি]] গণিতজ্ঞ এবং সংগীতশিল্পী ছিলেন। ভিনসেঞ্জো [[১৫২০]] সালে ইতালির ফ্লোরেনসে জন্ম নেন। তার মা'র নাম ''গিউলিয়া আমানাটি'' (Giulia Ammannati)। গ্যালিলিও ছিলেন বাবা মা'র সাত সন্তানের (কারও কারও মতে ৬) মধ্যে সবার বড়। অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি ভাইবোনদের মধ্যে সবচেয়ে মেধাবীও ছিলেন।