ইমাম শামিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mobarak Hossain Turkey (আলোচনা | অবদান)
Proshantoatta (আলোচনা | অবদান)
প্রাথমিক জীবন
৩ নং লাইন:
'''ইমাম শামিল''' (২৬ জুন ১৭৯৭ - ৪ই ফেব্রুয়ারি ১৮৭১) ছিলেন উত্তর ককেশাসের [[আভার জাতিগোষ্ঠী]]র একজন রাজনৈতিক ও ধর্মীয় নেতা। তিনি  দাগেস্তান ও ককেশাসের একজন ধর্মীয় নেতা ও মহান বীর।তিনি ককেশাসের প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা। অর্ধশত বছর ধরে তিনি প্রতাপশালি জার সম্রাটদের সাথে লড়াই করেছেন। এক যুদ্ধে তার পাঁজরের তিনটি হাড় কেটে যায় ও তাকে ঘেরাও করে ফেলে জার সৈন্যরা।তখন তিনি তার বিখ্যাত ঘোড়ায় চড়ে এক লাফে তিন সারি সৈন্যের মাথার উপর দিয়ে চলে যান। এরপর থেকেই তিনি সিংহ বলে পরিচিত।তাকে শেরে দাগেস্তানও বলা হয়। অর্ধশত বছর লড়াই করে শেষ বয়সে এক প্রচন্ড যুদ্ধে পরাজিত হন তিনি।বন্দি হন তার কয়েকজন নায়েব সহ।কিন্তু আত্মসর্মপন করেন নি তিনি।যথা সম্ভব জার সম্রাট আলেক্সজ্যান্ডারই তাকে স্বস্মানে সেন্ট পিটার্সবার্গে নিয়ে তার ইচ্ছা অনুযায়ি মদিনায় পাঠিয়ে দেন।এবং তিনি সেখানেই ইন্তেকাল করেন। তার বীরত্বে মুগ্ধ হয়ে রুশরা সেন্ট পিটার্সবার্গে তৈরি করে তার প্রতিকৃতি।  
 
== প্রাথমিক জীবন: ==
== তথ্যসূত্র ==
{{Reflist}}
 
৯ নং লাইন:
[[বিষয়শ্রেণী:১৮৭১-এ মৃত্যু]]
 
 
প্রাথমিক জীবন:
 
ইমাম শামিল 1797 সালে গিরমি নামক ছোট্র একটি গ্রামে জ্ন্মগ্রহন করেন, যা বর্তমানে রাশিয়ার দাগেস্তানে অবস্থিত। তার আসল নাম আলি। কিন্তু স্থানীয় রীতি অনুসারে তাঁর নাম পরিবর্তন করা হ্য়। তাঁর পিতা ছিলেন স্বাধীন ভূস্বামী। জমিদার বা ভূস্বামীকে স্থানীয় ভাষায় বলা হয় শামিল। সেই অনুসারে পিতার কাছ থেকে শামিল উপাধী লাভ করে। দাগেস্তানের প্রথ্ম ইমাম গাজি মোল্লা ছিলেন তাঁর আধ্যাতিক গুরু এবং ছেলে বেলার বন্ধু ছিলন। তিনি তাঁর কাছ থেকে অরবী এবং তর্ক-শাস্রে ভূৎপত্তি জ্ঞান অর্জন করেন। ইমাম শামিল কোরআন-হাদীস এবং সমকলীন সমর জ্ঞানে বিশেষজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।