ব্যাটিং অর্ডার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
শ্রেণীবিভাগ - নতুন অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
প্রয়োগ - নতুন অনুচ্ছেদ
১ নং লাইন:
'''ব্যাটিং অর্ডার''' ({{lang-en|Batting order}}) বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা [[ক্রিকেট|ক্রিকেটের]] একটি [[ক্রিকেটেরক্রিকেট পরিভাষা|পরিভাষা]]। এটি কোন [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানের]] ব্যাট করার পর্যায়ক্রম। ব্যাটিং উদ্বোধন করা থেকে শুরু করে শীর্ষ পর্যায়, মাঝারী পর্যায় বা স্তর থেকে নিম্ন পর্যায় পর্যন্ত এর ব্যাপ্তি।<ref>Eastaway, p. 119.</ref> অর্থাৎ, কোন দলের ইনিংসে ব্যাটসম্যানদের ধারাবাহিকভাবে খেলায় অংশগ্রহণের প্রক্রিয়াবিশেষ। [[ইনিংস|ইনিংসে]] সর্বদাই দুইজন ব্যাটসম্যান যে-কোন সময়ে অবস্থান করবেন। দলের ইনিংস সম্পন্ন করার লক্ষ্যে এগারো খেলোয়াড়ের সকলকেই ব্যাট করার প্রয়োজন পড়ে। ব্যতিক্রম হিসেবে রয়েছে [[Declaration and forfeiture|ডিক্লেয়ার]] বা অন্য যে-কোন কারণে ইনিংসের সমাপ্তি।
 
== শ্রেণীবিভাগ ==
৮ নং লাইন:
* নীচের সারি ব্যাটসম্যান (আট থেকে এগারো নম্বরে অবস্থানকারী ব্যাটসম্যান)
 
== প্রয়োগ ==
== ব্যাটিং অবস্থান অনুযায়ী টেস্টে সর্বোচ্চ রান ==
সাধারণতঃ খেলা শুরুর পূর্বেই এগারো খেলোয়াড়ের ব্যাটিং অর্ডার সাজানো থাকে। কিন্তু খেলা চলাকালীন প্রয়োজনে পরিবর্তন করা যায়। প্রত্যেক খেলোয়াড়ের বিশেষত্ব; অবস্থানে স্বাচ্ছন্দ্যবোধ; দক্ষতা; অন্য ব্যাটসম্যানদের সাথে সাযুজ্যতা; খেলার অবস্থা ইত্যাদি বিবেচনাপূর্বক প্রয়োজনে দল রক্ষণাত্মক কিংবা আক্রমণধর্মী খেলোয়াড়কে ইনিংসে নামানোর ক্ষেত্রে এ সিদ্ধান্ত নিয়ে থাকে।
 
[[অধিনায়ক (ক্রিকেট)|দলের অধিনায়ক]] খেলা চলাকালীন তাঁর ইচ্ছেনুযায়ী ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারেন। পরিবর্তন সংক্রান্ত বিষয়ে কোন নিয়মের প্রবর্তন হয়নি। একের অধিক ইনিংসের ক্ষেত্রেও এ পরিবর্তন প্রযোজ্য। আবার ইচ্ছে করলে দলনায়ক ফলো-অনের কবলে পড়লে পুণরায় খেলার-পূর্বেকার ব্যাটিং অর্ডারের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন।
 
== ব্যাটিং অবস্থানঅর্ডার অনুযায়ী টেস্টে সর্বোচ্চ রান ==
উৎস:<ref>http://stats.espncricinfo.com/ci/content/records/282860.html</ref>
# স্যার [[লেন হাটন]] (ইংল্যান্ড): ৩৬৪, ব অস্ট্রেলিয়া, ওভাল, ১৯৩৮