অদ্বৈত আচার্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
তথ্যসূত্র যোগ
Aaaa1632 (আলোচনা | অবদান)
→‎জীবনী: টাইপো ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
২ নং লাইন:
 
== জীবনী ==
অদ্বৈতাচার্য বর্তমান বাংলাদেশের [[শ্রীহল্টশ্রীহট্ট জেলা|শ্রীহল্টশ্রীহট্ট জেলার]] (বর্তমান [[সিলেট জেলা]]) নবগ্রাম-লাউড় গ্রামের এক বারেন্দ্র বাহ্মণ পরিবারে জন্ম নেন। জন্মের সময় তাঁর পারিবারিক নাম ছিলো কমলাক্ষ। জন্মের পর তার অনেকটা সময় সিলেটেই কাটে। এরপর তিনি [[নদীয়া]] জেলার শান্তিপুরের বাবলা গ্রামে স্থানান্তরিত হন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরূ করেন। বৈষ্ণব দীক্ষার জগতে তার গুরু ছিল ''মাধবেন্দ্র পুরী''। দীক্ষা লাভের পর তিনি অদ্বৈতাচার্য উপাধি লাভ করেন। তার হুরু মাধবেন্দ্র [[চৈতন্যদেব|চৈতন্যদেবেরও]] পরম গুরু ছিলেন। [[শ্রী চৈতন্য|শ্রী চৈতন্যের]] জন্মের পূর্বেই অদ্বৈতাচার্য প্রসিদ্ধি লাভ করেছিলেন। নবদ্বীপের ভক্তদের জন্য তিনি একজন পথ প্রদর্শনকারী ছিলেন।
 
[[বৈষ্ণব মতবাদ|বৈষ্ণব মতবাদের]] প্রবক্তা ছিলেন [[চৈতন্যদেব]]। অদ্বৈতাচার্য নিত্যানন্দের সঙ্গী হিসেবে এই মতবাদ প্রচারে আত্মমগ্ন হন। আনুষ্ঠানিকভাবে তিনিই প্রথমবারের মত নিমাইকে ([[শ্রীগৌরাঙ্গ) স্বয়ং ভগবান মানেন। [[পুরী|পুরীতে]] এক রথযাত্রার অনুষ্ঠানে তিনি চৈতন্যদেব যে একজন [[অবতার]] তা ঘোষণা করেন। [[১৫১৩]] খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য শান্তিপুরে আসলে তিনি [[বিদ্যাপতি|বিদ্যাপতির]] পদ গেয়ে তাকে স্বাগত জানান। শান্তিপুরে অদ্বৈতাচার্য ''মদনগোপাল'' নামক কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। তার দুই সহধর্মিনীর নাম হল শ্রীদেবী ও সীতাদেবী। [[বিজয়কৃষ্ণ গোস্বামী]] এই অদ্বৈত পরিবারেরই বংশধর।