আতশবাজি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: আতসবাজীː আতসবাজী হলো বারূদ দিয়ে তৈরী বাজীবিশেষ যা কোনো শব্দ ন...
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
আতসবাজীː
আতসবাজী হলো বারূদ দিয়ে তৈরী বাজীবিশেষ যা কোনো শব্দ না করে শুধু দৃষ্টিনন্দন করে শোভা বর্দ্ধন করে। বর্দ্ধন করে। আতস বাজী সাধারনতঃ ফ্ল্যাস পাউডার (সোরা- চার ভাগ, গন্ধক- এক ভাগ, এল্যুমিনিয়ম পাউডার - এক ভাগ ) এর দ্বারা তৈরী হয়। এ ছাড়া রঙিন আলোর জন্য স্ট্রনশিয়াম, বেরিয়াম প্রভৃতি ধাতুর নাইট্রেট, ক্লোরেট লবন ব্যবহৃত হয়। তবে রঙিন আলোর জন্য ক্লোরিন অবশ্যম্ভাবি। ক্লোরেট সেখানলবন থেকেই ক্লোরিন পাওয়া যায়। কিন্তু নাইট্রেটলবন ব্যবহার করলে আলাদা ভাবে ক্লোরিন নিস্কাশক দ্রব্য [যথা পি-ভি-সি (পলি-ভিনাইল ক্লোরাইড)] মেশাতে হয়। এ ছাড়া নীল রঙের জন্য তুঁতে ও ক্লোরিন নিস্কাশক ব্যবহার করা যায়।
বাজীর পলতের জন্য কালো মশলা (সোরা- আট ভাগ, গন্ধক- একদুই ভাগ, কাঠকয়লা - দুই ভাগ ) ব্যবহার হয়।