নন্দিত নরকে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
223.27.88.60-এর সম্পাদিত সংস্করণ হতে Masud1395-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
Rahul amin roktim (আলোচনা | অবদান)
অংকন ঠিক করা হল
১ নং লাইন:
{{তথ্যছক বই
| name = নন্দিত নরকে
| orig title =
| translator =
| image = [[চিত্র:Nondito Noroke.JPG|200px]]
| image_caption = উপন্যাসের প্রচ্ছদ
| author = [[হুমায়ূন আহমেদ]]
| cover_artist =
| country = {{BAN}}
| language = [[বাংলা ভাষা|বাংলা]]
| series =
| classification =
| genre =
| publisher = খান ব্রাদার্স
| release_date = ১৯৭০
| media_type =
| pages =
| isbn =
| preceded_by =
| followed_by =
}}
 
'''নন্দিত নরকে''' [[বাংলা]] কথাশিল্পী [[হুমায়ুন আহমেদ|হুমায়ুন আহমেদের]] প্রথম উপন্যাস।
এর রচনাকাল [[১৯৭০]]। [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] [[রসায়ন]] বিভাগে অধ্যয়নকালে [[হুমায়ূন আহমেদ]] উপন্যাসটি রচনা করেন। এ সময় তিনি [[মোহসিন হল|মোহসিন হলের]] আবাসিক ছাত্র।
== প্রকাশনা তথ্যাদি ==
১৯৭০-এ লিখিত হলেও উপন্যাসটি ১৯৭১-এর [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|মুক্তিযুদ্ধের]] কারণে সহসা প্রকাশিত হয় নি। [[বাংলাদেশ]] স্বাধীন হওয়ার অব্যবহিত পর [[ঢাকা]] থেকে প্রকাশিত ''মুখপত্র'' নামীয় একটি সংকলনে এ উপন্যাসটি প্রকাশ হওয়ার পর বিশিষ্ট বুদ্ধিজীবি ও সাহিত্যিক [[আহমদ ছফা]] উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগেরই ধারাবাহিকতায় ১৯৭২ এর শেষ দিকে খান ব্রাদার্স এ্যাণ্ড কোং, ঠিকানাঃ ৫৭ প্যারীদাস রোড, ঢাকা-১, [[বাংলাদেশ]], এ উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশ করে। প্রকাশক হিসেবে কে, এম, ফারুক খানের নাম মুদ্রিত ছিল। মলাট ছিল বোর্ডের তৈরী। মূল্য রাখা হয়েছিল সাড়ে তিন টাকা। গ্রন্থটির প্রচ্ছদ অংকনঅঙ্কন করেছিলেন [[কাইয়ুম চৌধুরী]]। বইটির উৎসর্গপত্রে লিখিত ছিল, "নন্দিত নরকবাসী মা-বাবা, ভাইবোনদের"।
 
== গল্পসংক্ষেপ ==
==আলোচনা==
এটি একটি স্বল্প দৈঘ্য উপন্যাস। খান ব্রাদার্স কর্তৃক প্রকাশিত প্রথম সংস্করণে এর পরিসর ছিল মাত্র ৭০ পৃষ্ঠা। অনেক ক্ষেত্রে ছোট গল্পের দৈর্ঘ্যও এর চেয়ে বেশী হয়। হুমায়ূন আহমেদ সীমিত পরিসরেই উপন্যাসের আবহ তৈরি করতে পেরেছিলেন। প্রথম উপন্যাসেই হুমায়ূন আহমেদ ব্যাপক পাঠকের মুগ্ধ মনোযোগ আকর্ষণ সক্ষম হয়েছিলেন।
 
=== আহমদ শরীফের ভূমিকা ===
বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট পণ্ডিত অধ্যাপক [[আহমদ শরীফ]] স্বতঃপ্রণোদিত হয়ে এ উপন্যাসের একটি ভূমিকা লিখে দিয়েছিলেন।
 
== চলচ্চিত্ররূপ ==
কবি [[বেলাল আহমেদ]] পরিচালনায় উপন্যাসটির চলচ্চিত্র রূপ [[২০০৬]] সালে মুক্তি পায়।
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}