বরেন্দ্র গবেষণা জাদুঘর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
→‎ইতিহাস: ছবি যোগ
৭৫ নং লাইন:
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী মহানগরের কেন্দ্রস্থল হেতেম খাঁ-তে অবস্থিত। এটি [[বাংলাদেশ|বাংলাদেশের]] প্রথম জাদুঘর। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি [[দক্ষিণ এশিয়া|দক্ষিণ এশিয়ার]] অন্যতম সংগ্রহশালা। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় [[নাটোর জেলা|নাটোরের]] দিঘাপাতিয়া রাজপরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী [[অক্ষয়কুমার মৈত্রেয়]] এবং [[রাজশাহী কলেজিয়েট স্কুল]] এর শিক্ষক [[রমাপ্রসাদ চন্দ|রামপ্রসাদ চন্দ্রের]] উল্লেখযোগ্য আবদান রয়েছে। ১৯১০ খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য [[বরেন্দ্র অনুসন্ধান সমিতি]] গঠন করেন। ঐ বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ৩২টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটির নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ শেষ হয় [[১৯১৩]] খ্রিস্টাব্দে। একই বছরের [[১৩ নভেম্বর]] বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
[[চিত্র:Varendra Foundation Carmichael.jpg|right|thumb|220px|লর্ড কারমাইকেল স্থাপিত ভিত্তিফলক]]
[[চিত্র:Varendra Research Museum gate.jpg|thumbnail|left|জাদুঘর এর প্রবেশদ্বারে খচিত কারুকার্য]]
 
[[১৯১১]] খ্রিস্টাব্দে কলকাতা জাদুঘর অকস্মাৎ এতে সংরক্ষিত সকল নিদর্শন দাবি করে বসে। তৎকালীন গভর্নর কারমাইকেলের প্রচেষ্টায় [[১৯১৩]] খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারী তারিখে জারীকৃত একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বরেন্দ্র জাদুঘরকে এর নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের ব্যপারে স্বাধীকার প্রদান করা হয়।