বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Seth RBot (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩১ নং লাইন:
:তৌকির, প্রথম আলো ইংরেজি উইকি থেকে লিখতে পারে কিন্তু সেটা বাংলায় লিখেছে। প্রথম আলোর রিপোর্টটির কোথাও লেখা নেই, যে এটি কোথা থেকে নেওয়া হয়েছে বা অনুবাদ করা হয়েছে। একই নিবন্ধ থেকে অনুবাদ করলে দুজন ভিন্ন মানুষের অনুবাদ হুবহু মিলে যাবে এটা বিশ্বাস করা হাস্যকর। আপনার মত একজন অভিজ্ঞ উইকিপিডিয়ানের (পর্যবেক্ষণ অধিকারপ্রাপ্ত) নিবন্ধে দ্রুত অপসারন ট্যাগ লাগিয়েছি সুতরাং আমি ভালভাবে দেখেই তারপর লাগিয়েছি। ট্যাগ লাগানোর সময়কার পুরাতন সংস্করন দেখলেই বুঝতে পারবেন নিবন্ধের দু/এক লাইন বাদে সব লাইনই প্রথম আলো থেকে কপি করা। আরো একটি কথা, নিজের তৈরি নিবন্ধ থেকে কোন প্রকার আলোচনার সূত্রপাত না করেই ট্যাগ অপসারন করাও কিন্তু ধংস্বপ্রবনতার মধ্যে পরে। -- '''<span style="text-shadow:7px 7px 8px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ১২:৫১, ২৭ আগস্ট ২০১৩ (ইউটিসি)
::তৌকির, নাহিদের সাথে আমি একমত, কোনো আলোচনা ছাড়াই ট্যাগ অপসারণ করা আপনার উচিত হয়নি। যা উইকিপিডিয়ার শিষ্ঠাচারের মধ্যে পরে না। নাহিদ যে ট্যাগ দিয়েছেন, তার কারণ জানতে চেয়ে আপনি আলোচনার সূচনা করতে পারতেন। যেহেতু নাহিদ বেশ সক্রিয় তাই উত্তর পেতে আপনার বেশি সময় লাগতো না। যেহেতু নাহিদ সন্দেহ করেছেন যে নিবন্ধটিতে কিছু লেখা প্রথম আলো পত্রিকার নিবন্ধ থেকে নেওয়া হয়েছে। আপনি চাইলে চ্যালেঞ্জ করতে পারতেন। তা না করে আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে নিবন্ধে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। যা আপনি করতে পারেন না। তাছাড়া আপনি আপনার আলাপের পাতা থেকেও কিছু মুছে ফেলতে পারেন না। আমরা উইকিপিডিয়ার বিষয়ে গঠনমূলক আলোচনা আশা করি। এ নিবন্ধের ক্ষেত্রেও সেটাই দাবি। এই আলোচনা আমি [[আলাপ:পাওয়ারউল্‌ফ|নিবন্ধের আলোচনার পাতায়]] সরিয়ে নিলাম, দু জনের কাছে অনুরোধ থাকবে ব্যক্তিগত আক্রমণ না করে শিষ্ঠাচারের মধ্যে থেকে ঐ পাতায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৩:৩৯, ২৭ আগস্ট ২০১৩ (ইউটিসি)
 
বেলায়ত ভাই শুভেচ্ছা নিন।আমি একজন নতুন উইকি কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদন করবো? পরামর্শ দিলে খুশি হব। [[ব্যবহারকারী:ইয়াসিন মুনসেফ|ইয়াসিন মুনসেফ]] ([[ব্যবহারকারী আলাপ:ইয়াসিন মুনসেফ|আলাপ]]) ০৯:৩৪, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
 
== [[হাতিয়াড়া হাই মাদ্রাসা]] ==