ঐক্য ও প্রগতি সমিতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{Infobox political party |name = কমিটি অব ইউনিয়ন এন্ড প্রোগ্রেস |native_name = إتحاد و ت...
 
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
১৪ নং লাইন:
|national = [[উসমানীয় সাম্রাজ্য]]
}}
'''কমিটি অব ইউনিয়ন এন্ড প্রোগ্রেস''' (CUP) ({{lang-tr|İttihat ve Terakki Cemiyeti}}) ১৮৮৯ সালে [[ইস্তানবুল|ইস্তানবুলে]] মেডিকেল ছাত্র [[ইবরাহিম টেমো]], [[আবদুল্লাহ জেভদেত]], [[ইশাক সুকুটি]] ও [[আলি হুসাইনজাদে]] কর্তৃক একটি গোপন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এসময় এর নাম ছিল “কমিটি অব অটোমান ইউনিয়ন” (ইত্তিহাদ ই উস্মানি জেমিয়েতি)। পরে [[বাহাউদ্দিন সাকির]] এটিকে একটি রাজনৈতিক সংগঠনে (আরও পরে রাজনৈতিক দল) পরিণত করেন। ১৯০৬ সালে [[তরুণ তুর্কি|তরুণ তুর্কির]] সাথে জোট গঠন করা হয়।
 
প্রথমে একটি উদার সংস্কার আন্দোলন হিসেবে এর সূচনা হয়। উসমানীয় সরকার কর্তৃক দলটি সাম্রাজ্যের গণতন্ত্রকরণের ডাক দেয়ার কারণে নিপীড়নের স্বীকার হয়। ১৯০৮ সালের [[তরুণ তুর্কি বিপ্লব|তরুণ তুর্কি বিপ্লবে]] দল ক্ষমতা লাভ করার পর ১৯১২ সালের [[উসমানীয় সাধারণ নির্বাচন (১৯১২)|সাধারণ নির্বাচন]] ও ১৯১৩ সালের [[উসমানীয় সামরিক অভ্যুত্থান (১৯১৩)|সামরিক অভ্যুথানে]] ক্ষমতা সংহত করা হয়। এসময় [[তিন পাশা]] বলে খ্যাত [[আনোয়ার পাশা (সৈনিক)|আনোয়ার পাশা]], [[তালাত পাশা]] ও [[জামাল পাশা]] সাম্রাজ্যের শাসকে পরিণত হন। [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] সময় এই নেতৃত্বের বিরুদ্ধে [[আর্মেনীয় গণহত্যা|আর্মেনীয় গণহত্যার]] অভিযোগ রয়েছে।
 
[[প্রথম বিশ্বযুদ্ধ]] শেষ হওয়ার পর দলের অধিকাংশ সদস্যের সামরিক আদালতে বিচার হয় ও কারারুদ্ধ করা হয়। ১৯২৬ সালে [[কামাল আতাতুর্ক|কামাল আতাতুর্ককে]] হত্যাচেষ্টার অভিযোগে কয়েকজন সদস্যের মৃত্যুদন্ড দেয়া হয়। বাকি সদস্যরা [[রিপাবলিকান পিপলস পার্টি (তুরস্ক)|রিপাবলিকান পিপলস পার্টি]] ({{lang-tr|Cumhuriyet Halk Partisi, CHP}}) ও অন্যান্য দলের সদস্য হিসেবে রাজনৈতিক জীবন চালিয়ে যান।