শিরকুহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: '''আসাদউদ্দিন শিরকুহ বিন শাজি''' ({{lang-ar|أسد الدين شيركوه بن شاذي}}) (শুধু '''শি...
 
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
১ নং লাইন:
'''আসাদউদ্দিন শিরকুহ বিন শাজি''' ({{lang-ar|أسد الدين شيركوه بن شاذي}}) (শুধু '''শিরকুহ''' নামেও পরিচিত) ([[কুর্দি ভাষা|কুর্দি ভাষায়]] অর্থ "পর্বতের সিংহ") (মৃত্যু ১১৬৯) ছিলেন একজন [[কুর্দি জাতি|কুর্দি]] সামরিক কমান্ডার এবং সুলতান [[সালাহউদ্দিন|সালাহউদ্দিনের]] চাচা। মিশরে [[আইয়ুবীয় রাজবংশ|আইয়ুবীয়দের]] ক্ষমতায় অধিষ্ঠিত হতে তার সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
 
শিরকুহ [[আর্মেনিয়া|আর্মেনিয়ার]] দাভিন শহরের নিকটে একটি কুর্দি গ্রামে জন্মগ্রহণ করেন। কুর্দি শাসক শাজি ইবনে মারওয়ান তার পিতা। [[আইয়ুবীয় রাজবংশ|আইয়ুবীয় রাজবংশের]] প্রধান [[নাজমুদ্দিন আইয়ুব]] তার ভাই।<ref>Lane Poole, Stanley, The Mohammedan Dynasties, Constable & Co. London 1894 p.77</ref> এই পরিবার [[শাদিদি রাজবংশ|শাদিদি রাজবংশের]] সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল। ১১৩০ সালে দাভিনে শাদিদিরা ক্ষমতাচ্যুত হলে শাজি তার পরিবার নিয়ে প্রথমে [[বাগদাদ]] ও পরে [[তিকরিত|তিকরিতে]] চলে যান। সেখানের আঞ্চলিক প্রশাসক বিহরুজ তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেন। পিতার মৃত্যুর পর আইয়ুব তার স্থানলাভ করেন। ১১৩৮ সালে তিকরিতে বাগবিতন্ডার সময় শিরকুহর হাতে এক খ্রিষ্টান নিহত হলে তাদের দুই ভাই বহিষ্কৃত হন।<ref>Ibn Khallikan's Biographical Dictionary, vol.4, trams. Bn. Mac Guckin de Slane, Edouard Blot, Paris 1871 p.483</ref> যেদিন তারা চলে যান তার ভাইপো [[সালাহউদ্দিন]] সেই রাতে জন্মগ্রহণ করেছিলেন বলে ধারণা করা হয়। তারা [[নুরউদ্দিন জেনগি|নুরউদ্দিন জেনগির]] সেনাবাহিনীতে যোগ দেন এবং শিরকুহ [[নুরউদ্দিন জেনগি|নুরউদ্দিন জেনগির]] অধীনে কাজ করা শুরু করেন। শিরকুহকে পরে [[হোমস]], আর রাহবাসহ কিছু অঞ্চলের দায়িত্ব দেয়া হয়।<ref>Ibn Khallikan's Biographical Dictionary, vol.4, trams. Bn. Mac Guckin de Slane, Edouard Blot, Paris 1871 p.484</ref> আইয়ুব প্রথমে [[বালবিক]] ও পরে [[দামেস্ক|দামেস্কের]] গভর্নরের দায়িত্ব পালন করেন। ১১৫৪ সালে নুরউদ্দিনের কাছে দামেস্কের আত্মসমর্পণে তারা দুই ভাই আলোচনায় অংশ নিয়েছিলেন।
 
১১৬৩ সালে মিশরের উজির শাওয়ার [[ফাতেমীয় খিলাফত|ফাতেমীয়]] উজিরের দায়িত্ব বিষয়ে তার ও দিরগামের মধ্যে সমস্যা নিরসনের জন্য নুরউদ্দিনকে আবেদন জানান। নুরউদ্দিন এসময় শিরকুহকে পাঠারান। এসময় তার ভাইপো [[সালাহউদ্দিন]] উপদেষ্টা হিসেবে তার সাথে যান। শাওয়ারকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয় এবং দিরগাম নিহত হন। কিন্তু শিরকুহর সাথে মতপার্থক্যের পর তিনি জেরুজালেমের প্রথম এমালরিকের সাথে মিত্রতা স্থাপন করেন। ১১৬৪ সালে এমালরিক মিশরের দিকে অগ্রসর হয়ে বিলবাইসে শিরকুহকে অবরোধ করেন।<ref>Ibn Khallikan's Biographical Dictionary, vol.4, trams. Bn. Mac Guckin de Slane, Edouard Blot, Paris 1871 p.486</ref> পাল্টা আঘাত হিসেবে নুরউদ্দিন ক্রুসেডার রাজ্যসমূহে আক্রমণ করেন এবং এন্টিওক প্রায় দখল করে ফেলেন।