→গঠন ও মর্যাদা
Shebu Islam (আলোচনা | অবদান) (টাইপো ঠিক করা হয়েছে, ব্যাকরণ ঠিক করা হয়েছে, লিংক সংযোজন) ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা |
Shebu Islam (আলোচনা | অবদান) ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা |
||
'''জাদু মন্ত্রক''' বা '''জাদু মন্ত্রণালয়''' ([[ইংরেজি]]: '''Ministry of Magic''') [[জে. কে. রাউলিং]] রচিত ''[[হ্যারি পটার]]'' সিরিজে উল্লিখিত [[হ্যারি পটার মহাবিশ্ব|ব্রিটেনের জাদুকর সম্প্রদায়ের]] একটি কাল্পনিক [[সরকার]]। ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন]]'' উপন্যাসে জাদু মন্ত্রকের কথা প্রথম উল্লেখ করা হয়। ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স]]'' উপন্যাসে প্রথম জাদু মন্ত্রকের বর্ণনা দেওয়া হয়। সমগ্র সিরিজ জুড়ে দেখানো হয়েছে যে জাদু মন্ত্রক আগাগোড়া দুর্নীতিপূর্ণ। এর উচ্চপদস্থ আধিকারিকবর্গ প্রকৃত ঘটনা ও জাদুদুনিয়ার বিপদ সম্পর্কে অন্ধ। খলনায়ক [[লর্ড ভলডেমর্ট|লর্ড ভলডেমর্টের]] উত্থানের পর জাদু মন্ত্রক দুর্নীতির চূড়ান্ত অবস্থায় চলে যায়।
=== "মাগল" বিশ্বের সঙ্গে সংযোগ ===
জাদুমন্ত্রী প্রত্যেক নতুন [[মাগল প্রধানমন্ত্রী|মাগল প্রধানমন্ত্রীর]] সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে জাদুদুনিয়ার অস্তিত্ব সম্পর্কে অবহিত করেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান যে যখন জাদুদুনিয়ার কোনো ঘটনার দ্বারা মাগলরা বিপন্ন হবে, তখনই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবে। যেমন, কোনো বিপজ্জনক জাদুক্ষমতাসম্পন্ন বস্তু বা প্রাণীকে [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যে]] নিয়ে আসা হলে জাদুমন্ত্রী মাগল প্রধানমন্ত্রীকে সে সম্পর্কে অবহিত করেন।<ref>{{HP6ref}}, chapter 1</ref>
|