রম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বাংলা .ogg ফাইল নয়
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎সেমিকন্ডাক্টর প্রযুক্তি: বট নিবন্ধ পরিষ্কার করেছে
৩৮ নং লাইন:
 
* '''[[প্রোগ্রামেবল রীড-অনলি মেমোরি]]''' (পিআরওএম) অথবা '''ওয়ান-টাইম প্রোগ্রামেবল রম''' (ওটিপি) যা একবারই প্রোগ্রাম করা যায় এমন রমে প্রোগ্রামিং করা হয় বিশেষ যন্ত্র দিয়ে যাকে '''পিরম প্রোগ্রামার''' বলে। চিপের মধ্যকার আন্তঃসংযুক্ত লিংক বা সংযোগে উচ্চ মাত্রার ভোল্টেজ সরবরাহ করে স্থায়ীভাবে কোন কিছু তৈরী বা মুছে ফেলা হয়। ফলে এটাতে একবারই প্রোগ্রাম করা যায়।
 
* '''[[ইরেজেবল প্রোগ্রামেবল রীড-অনলি মেমোরি]]''' (ইপিআরওএম) শক্তিশালী [[অতিবেগুনী রশ্মি|অতিবেগুনী রশ্মির]] আলোতে উন্মুক্ত করে (সাধারণত ১০ মিনিট বা তারও বেশি) মুছা হয় এবং আবার প্রোগ্রাম লিখা হয়। পরেরবার মুছার সময় প্রথমবার যে শক্তি প্রয়োগ করে মুছা হয়েছিল তারচেয়ে বেশি শক্তি বা বেশি সময় ধরে রাখতে হয়। বারবার অতিবেগুনী রশ্মিরআলোতে উন্মুক্ত করার ফলে রম ক্ষতিগ্রস্থ হয় বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কিন্তু দীর্ঘস্থায়ী রমগুলো ১০০০ বা তার উপরে মুছা যায় এবং প্রোগ্রাম করা যায়। ইপিআরওএম চেনা যায় রমের মধ্যে একটি "জানালা" আকারের খালি জায়গা থাকে যেটা দিয়ে অতিবেগুনী রশ্মির আলো প্রবেশ করে। প্রোগ্রামিং করার পরে এটি লেভেল দিয়ে ঢাকা থাকে যাতে অনাকাঙ্খিত কোন কিছু না ঘটে এবং পুনব্যবহারের জন্য।
 
* '''[[ইলেক্ট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রীড-অনলি মেমোরি]]''' (ইইপিআরওএম) ইপিআরওএম এর মতই এর সেমিকন্ডাক্টরের গঠন কিন্তু এটিতে নিদির্ষ্ট বা পুরো অংশই বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করে মুছা যায় এবং প্রোগ্রাম করা যায়। এতে করে এগুলোকে খুলতে (কম্পিউটার, এমপিথ্রী প্লেয়ার, ক্যামেরা প্রভৃতি) হয় না। ইইপিরমে লিখা বা ফ্ল্যাশ করা খুবই ধীর গতির র‍্যামের চেয়ে।
 
** '''[[ইলেক্ট্রিক্যালি অলটারেবল রীড-অনলি মেমোরি]]''' (ইএআরওএম) হল একধরনের ইইপিআরওএম যা একবার এক বিট করে পরিবর্তন করা যায়। লিখা খুবই সময়সাপেক্ষ এবং হাই ভোল্টেজের প্রয়োজন হয় (প্রায় ১২ ভোল্টের মত)। এই রম সেইসব যন্ত্রগুলোতে ব্যবহার করা হয় যেগুলো পুনপুন লিখার প্রয়োজন হয় না বা কম প্রয়োজন হয়।
 
** '''[[ফ্ল্যাশ মেমোরি]]''' হল আধুনিক ইইপিআরওএম (১৯৮৪ সালে আবিষ্কৃত)। এটি ইইপিআরওএম এর তুলনায় দ্রুত মুছা যায় এবং লিখা যায় সেই সাথে দীর্ঘস্থায়ীও (১০,০০,০০০ চক্রের বেশি)। আবার আধুনিক এনএএনডি ফ্ল্যাশের (২০০৭ সালে ঘোষিত) একটি আইসির ধারণক্ষমতা ৩২ জিবির মত যেটি চিপের কার্যক্ষম ব্যবহার নিশ্চিত করে। কিছু কিছু পন্যে ন্যান্ড ফ্ল্যাশ চৌম্বকের পরিবর্তে ব্যবহৃত হয় যেমন [[ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ]]। যখন পুরনো রমের পরিবর্তে ব্যবহৃত হয় তখন একে '''ফ্ল্যাশ ইইপিআরওএম''' বা '''ফ্ল্যাশ রম''' বলা হয় কিন্তু যেসব ক্ষেত্রে পুনপুন পরিবর্তন করা হয় এবং দ্রুত হয় সেসব ক্ষেত্রে ফ্ল্যাশ মেমোরি বলা হয়।
 
'https://bn.wikipedia.org/wiki/রম' থেকে আনীত