ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অভীক (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
২০ নং লাইন:
জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তথা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রদায়সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত বিশেষ হল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করে জগন্নাথ হল তার একটি।
 
১৯৮৫ খ্রীস্টাব্দের ১৫ অক্টোবর প্রাচীন জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ছাদ ধ্বসে পড়লে সংঘটিত হয় এক মর্মান্তিক দুর্ঘটনা। এতে প্রাণ হারায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি। এরপর থেকেই সাংবার্ষিকভিত্তিতে ঐ দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। নিহতদের স্মরণে নির্মিত হয় অক্টোবর স্মৃতি ভবন ও স্মৃতিসৌধ।
 
=== ফজলুল হক মুসলিম হল ===
৬০ নং লাইন:
 
=== স্যার ফিলিপ হার্টগ ইন্টারন্যাশনাল হল ===
[[১৯৬৬]] সালে আন্তর্জাতিক হোস্টেল নামে এটি প্রতিষ্ঠিত হয়। [[২০০২]] সালে এটি ছাত্রাবাসে উন্নিত হয়। এ হলে ৩৬ জন বিদেশি ছাত্র আছে। এছাড়া এ হলে বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন তরুণ শিক্ষকের আবাসিক ব্যব্যস্থা আছে।
 
=== অমর একুশে হল ===
৬৯ নং লাইন:
=== বিজয় একত্তর হল ===
[[২০১৩]] সালের ১৪ই নভেম্বর প্রধানমন্ত্রী [[শেখ হাসিনা]] এই নতুন হল উদ্বোধন করেন।
 
 
কবি সুফিয়া কামালের নাম অনুসারে এই হলের নাম করন করা হয়।হলে আবাসন সংখ্যা ১৪০০। দুটি ১০ তলা ভবন প্রদীপ্ত ও প্রত্যয়।অত্র হলে রয়েছে একটি ক্যান্টিন যেখানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।অত্যাধুনিক লাইব্রেরী,মনোরম সমৃদ্ধ পড়ার কক্ষও মেয়েদের পার্লার সহ অন্যন্য সুযোগ সুবিধা প্রদান করা হয়।