থিওডোর গোল্‌ড্‌স্ট্যুকর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সন্দীপ সরকার (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সন্দীপ সরকার (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৮ নং লাইন:
[[চিত্র:Portrait of Edward Byles Cowell by Charles Edmund Brock-1905.jpg|thumb|left|[[এডওয়ার্ড বাইলস কাওয়েল]]]]
 
১৮৬১ খ্রিষ্টাব্দে গোল্‌ড্‌স্ট্যুকর 'মানবকল্পসূত্র' শীর্ষক একখানি প্রাচীন গ্রন্থ কুমারিলের টীকাসহ প্রকাশ করেন। এবং এর ভূমিকা হিসাবে [[সংস্কৃত]] [[বৈয়াকরণ]] পাণিনির প্রসিদ্ধ সংস্কৃত ব্যাকরণ-সম্পর্কিত তাঁর গবেষণা গ্রন্থটিও '[[পাণিনি]] আণ্ড হিজ প্লেস ইন স্যান্‌স্‌ক্রিট লিটারেচার' নামে প্রকাশ পায়। পাণিনির ব্যাকরণ বিষয়ে গোল্‌ড্‌স্ট্যুকরের গবেষণা গ্রন্থটি তাঁর সংস্কৃত ব্যাকরণ বিষয়ে প্রগাঢ় জ্ঞানের পরিচায়ক। এ'বইয়ে তিনি [[ম্যাক্স মুলার]], রোট্‌ ও ব্যটলিঙ্ক-প্রমুখ সমসাময়িক পাশ্চাত্য পণ্ডিতগণের মত খণ্ডন করার পাশাপাশি নিজের মৌলিকতার পরিচয় দিয়েছেন। মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি পতঞ্জলিকৃত মহাভাষ্যের একটি সংস্করণের কাজে ব্যস্ত ছিলেন; তাঁর মৃত্যুর পর অবশ্য এই গ্রন্থটি প্রকাশ পেয়েছিলো। প্রাচীন হিন্দু ব্যবহারশাস্ত্রে তাঁর অগাধ পাণ্ডিত্য থাকায় প্রয়োজনে প্রিভি কাউন্সিল হিন্দু আইনঘটিত প্রশ্নে তাঁর মতামত গ্রহণ করতো। তাঁর 'লিটারেরি রিমেন্‌স' শীর্ষক প্রবন্ধ সংগ্রহের দ্বিতীয় খণ্ডে হিন্দু আইনসংক্রান্ত বিষয়ে কয়েকটি আলোচনা সংকলিত হয়েছে। এ'ছাড়াও ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যের নানা দিক নিয়ে 'চেম্বার্স এন্‌সাইক্লোপিডিয়া' নামক ইংরাজী বিশেকোষেবিশ্বকোষে তিনি অনেকগুলি নিবন্ধ রচনা করেছেন।<ref>journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, New series, Vol.V, 1873; </ref> এছাড়াও তিনি ইংলণ্ডের 'রয়্যাল এশিয়াটিক সোসাইটি', 'ফিললজিক্যাল সোসাইটি' প্রভৃতির সভ্য নির্বাচিত হয়েছিলেন এবং এগুলির সভ্য হিসাবে তিনি ঐ প্রতিষ্ঠানের অধিবেশনগুলিতে অনেক [[প্রবন্ধ]] পাঠ করেন।
 
==গ্রন্থাবলী==
* কৃষ্ণ মিশ্রের সংস্কৃত নাটক 'প্রবোধচন্দ্রোদয়'-এর জার্মান অনুবাদ।
* উইলসনের সংস্কৃত অভিধানের নতুন সংস্করণ প্রণয়ন।
* হুমবোলতের 'কস্‌মস্‌' শীর্ষক গ্রন্থের ভারতীয় প্রসঙ্গের সংকলনে সহায়তা।
* মাধবাচার্যের 'জৈমিনীয় ন্যায়মালাবিস্তরঃ' সম্পাদনা, (অসম্পূর্ণ)
* 'মানবকল্পসূত্র'-এর একটি লিথো সংস্করণ।
* পাণিনি ব্যাকরণ সম্পর্কিত গবেষণা গ্রন্থ- '[[পাণিনি]] আণ্ড হিজ প্লেস ইন স্যান্‌স্‌ক্রিট লিটারেচার'।
* দুটি খণ্ডে প্রবন্ধ গ্রন্থ 'লিটেরারি রিমেনস্‌' ।
 
==মূল্যায়ন==
গোল্‌ড্‌স্ট্যুকর জার্মান সংস্কৃতজ্ঞ ও ভারততত্ত্ববিদ হিসাবে চিরদিন ভারতবাসীর নিকট শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। তিনি আধুনিক [[ভারত]] ও ভারতবাসীর প্রতি প্রগাঢ় আত্মীয়তা অনুভব করতেন। ইংলণ্ড-প্রবাসী ভারতীয় ছাত্রগণকে তিনি অত্যন্ত স্নেহ করতেন। [[মাইকেল মধুসূদন দত্ত]] তাঁর একটি [[সনেট|সনেটে]] গোল্‌ড্‌স্ট্যুকরকে সম্মান প্রদর্শন করেছিলেন।<ref>'চতুর্দশপদী কবিতাবলি', মাইকেল মধুসূদন দত্ত;</ref>
 
==তথ্যসূত্র==