দূরদর্শন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Lazy-restless (আলোচনা | অবদান)
Lazy-restless (আলোচনা | অবদান)
৩০ নং লাইন:
 
== চ্যানেলসমূহ ==
বর্তমানে দূরদর্শনের ১৫টি আঞ্চলিক চ্যানেলসহ মোট ২৪টি চ্যানেল রয়েছে। জাতীয়স্তরের অর্থাৎ দূরদর্শনের [[দিল্লি]] কেন্দ্র থেকে সম্প্রচারিত চ্যানেলগুলি হল; [[ডিডি ন্যাশনাল]], [[ডিডি নিউজ়]], [[ডিডি স্পোর্টস]],[[ডিডি কিষাণ]], [[ডিডি ভারতী]], [[ডিডি জ্ঞানদর্শন]], [[ডিডি উর্দু]] এবং আন্তর্জাতিক চ্যানেল [[ডিডি ইন্ডিয়া]]। এতদ্ব্যতীত [[সংসদ|সংসদের]] দুই কক্ষ [[লোকসভা]] এবং [[রাজ্যসভা|রাজ্যসভার]] প্রতিদিনের অধিবেশন সরাসরি সম্প্রচারের জন্য দূরদর্শনের দু'টি বিশেষ চ্যানেল [[লোকসভা টিভি]] এবং [[ডিডি রাজ্যসভা]]ও [[দিল্লি]] কেন্দ্র থেকে প্রচারিত হয়। দূরদর্শনের ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল [[ডিডি নিউজ়]] চালু হয় [[২০০৩]] সালের [[৩ নভেম্বর]] পূর্ববর্তী বিনোদনমূলক চ্যানেল ডিডি মেট্রোর পরিবর্তে। দূরদর্শন একটি সরকারি সংস্থা হয়েও সংবাদ পরিবেশনার ক্ষেত্রে আবহমানকাল ধরে নিরপেক্ষতা এবং উৎকর্ষ বজায় রাখতে সক্ষম হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমের আদর্শ পথপ্রদর্শক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলগুলিও মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তারা বহুভাষিক ভারত রাষ্ট্রের বিভিন্ন অংশের দর্শকদের একটি মার্জিতরুচিসম্পন্ন সুস্থ সংস্কৃতি উপহার দিয়েছে। বিবিধ ভাষায় দূরদর্শনের মোট ১৫টি আঞ্চলিক চ্যানেল রয়েছে, এগুলির একটি তালিকা নিম্নে প্রদত্ত হল:
{| class="wikitable" width = 30% cellspacing="0" cellpadding="3"
|-
৬৩ নং লাইন:
|[[ডিডি মধ্যপ্রদেশ]] ||[[হিন্দি]] ||[[মধ্যপ্রদেশ]], [[ছত্তিসগড়|ছত্তীসগঢ়]] ||[[ভোপাল]]
|-
|[[ডিডি কাশীরকাশ্মীর]] ||[[কাশ্মীরি ভাষা|কাশ্মীরি]], [[উর্দু]] ||[[জম্মু ও কাশ্মীর]] ||[[শ্রীনগর]]
|}
এই সমস্ত আঞ্চলিক চ্যানেলগুলি দুই ভাবে তাদের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। সারাদিনের বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয় উপগ্রহ চ্যানেলের মাধ্যমে। এই অনুষ্ঠানগুলি দেখার জন্য '''কেবল্ সংযোগ''' অথবা '''ডি.টি.এইচ.''' পরিষেবার সাহায্য গ্রহণ করতে হয়। এছাড়া প্রতিদিন বিকাল ৫:০০টা থেকে রাত্রি ৮:০০টা পর্যন্ত '''[[ডিডি ন্যাশনাল]]''' চ্যানেলে (যেটি সর্বত্র কেবল্ সংযোগ ছাড়াই দেখা যায় '''টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটারের''' মাধ্যমে) রাষ্ট্রীয় কার্যক্রমের পরিবর্তে প্রতিটি অঞ্চলের দর্শক তাঁদের নিকটবর্তী '''দূরদর্শন কেন্দ্রের''' সম্প্রচারিত অনুষ্ঠান দেখতে পান।