প্রথম ফয়সাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৫৯ নং লাইন:
 
== ইরাক ও সিরিয়ার বাদশাহ ==
১৯২০ সালের ৭ মার্চ, হাশিম আল-আতাসসির ফয়সাল সিরিয়ান জাতীয় কংগ্রেস সরকার কর্তৃক ফয়সালকে [[সিরিয়া আরব রাজতন্ত্র|সিরিয়া আরব রাজতন্ত্রের]] বাদশাহ হিসেবে ঘোষণা করা হয়। ১৯২০ এর এপ্রিলে [[সান রেমো সম্মেলনে]] [[ফ্রান্স|ফ্রান্সকে]] [[সিরিয়া ও লেবাননে ফরাসি মেন্ডেট|সিরিয়ার মেন্ডেট]] দেয়া হয় যার ফলশ্রুতিতে [[ফরাসি-সিরিয়ান যুদ্ধ]] সংঘটিত হয়। ১৯২০ সালের ২৪ জুলাই [[মায়সালুনের যুদ্ধ|মায়সালুনের যুদ্ধে]] ফরাসিরা জয়ী হয় এবং ফয়সাল সিরিয়া থেকে বহিষ্কৃত হয়। সেই বছরের আগস্টে তিনি যুক্তরাজ্যে বসবাসের জন্য যান।
 
১৯২১ সালের মার্চে [[কায়রো সম্মেলন (১৯২১)|কায়রো সম্মেলনে]] ব্রিটিশরা ফয়সালকে [[ইরাকে ব্রিটিশ মেন্ডেট|ইরাকে ব্রিটিশ মেন্ডেটের]] শাসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে সিদ্ধান্ত নেয়। কিন্তু সেসময় ইরাকে বসবাসকারী খুব অল্প মানুষই তার সম্পর্কে জানত। যদিও তিনি সেখানে জনপ্রিয় নন তবুও বিরোধীদের অনুপস্থিতি শাসক হিসেবে টিকে থাকার ব্যাপারে সহায়ক হত।