চার্লি চ্যাপলিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Thijs!bot (আলোচনা | অবদান)
robot Adding: nds:Charlie Chaplin
Bisuda (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১১ নং লাইন:
==শৈশব==
 
স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন ১৬ই এপ্রিল,১৮৮৯ সালে ইষ্ট স্ট্রিট, ওয়ালওয়ার্থ,লন্ডনে জন্মগ্রহন করেন । চার্লি চ্যাপলিনের কোনো বৈধ জন্মপ্রমানপত্র পাওয়া যায় নি তাই তার জন্ম নিয়ে সর্বদাই কুয়াশা রয়েছে । সংবাদমাধ্যম নানা সময়ে নানারকম তথ্য দিয়েছে তার জন্মস্থান সম্পর্কে । এমনকি তার চলচ্চিত্র জীবনের প্রথমদিকে চ্যাপলিন নিজেও একবার বলেছেন যে তিনি ফ্রান্সের ফঁতেউব্ল [ইংরেজি :Fontainebleau ] শহরে জন্মেছিলেন । ১৮৯১ সালের আদমসুমারী থেকে জানা যায় যে চার্লি তার মা হান্নাহ এবং ভাই সিডনির সাথে ওয়ালওয়ার্থ, দক্ষিন লন্ডনের বার্লো স্ট্রিটে থাকতেন , এটি কেনিংটন জেলার অন্তর্গত । ইতিমধ্যে তার পিতা চার্লস চ্যাপলিন জুনিয়ারের সাথে তার মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে । চ্যাপলিনের শৈশব কাটে প্রচন্ড দারিদ্রতা ও কষ্টের সাথে আর তাই হয়তো তিনি উপলদ্ধি করেন আনন্দ পাওয়া ও দেওয়াতে কি আনন্দ । তিনি একটা কথা প্রায়ই বলতেন যে বৃষ্টিতে হাঁটা খুবই ভালো কারন এই সময় কেউ তোমার চোখের অশ্রু দেখতে পায় না । অত্যধিক দারিদ্রতাই চ্যাপলিন কে শিশু বয়সেই অভিনয়ের দিকে ঠেলে দেয়...তার মা-বাবা দুজনেই মঞ্চের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই এই পেশাতে আসাটাই তাঁর কাছে সহজ ছিল । চ্যাপলিন সেইসময়ের জনপ্রিয় লোকদল “জ্যাকসন্স এইট ল্যাঙ্কাসায়ার ল্যাডস” এর সদস্য হিসাবে নানা অনুষ্টানে অংশগ্রহন করেন । এরপর ১৪ বছর বয়সে তিনি উইলিয়াম জিলেট অভিনিত “শালর্ক হোমস” নাটকে কাগজওয়ালা বিলির চরিত্রে অভিনয় করেন । এই সুবাদে তিনি ব্রিটেনের নানা প্রদেশে ভ্রমন করেন ও অভিনেতা হিসাবে তিনি যে খুবই সম্ভাবনাময় তা সবাইকে জানিয়ে দেন ।
[[Image:Charles-chaplin_1920.jpg|left|thumb|220px|যুবক চ্যাপলিন]]
 
তাঁর অন্যতম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছেঃ ''[[:en:A_Dog%27s_Life|A Dog's life]]''(১৯১৮) এবং ''[[:en:Pay_Day_%281922_film%29|Pay Day]](১৯২২)''।
 
==তথ্যসূত্র==
Discoverchaplin.com
biogs.com
spartacus.schoolnet.co.uk
leninimports.com
english wikipedia
ছবিগুলি ইংরেজি উইকি থেকে সংগৃহীত ।
{{অসম্পূর্ণ}}
[[category:১৮৮৯-এ জন্ম]]