অ্যান্ড্রিউ স্কট ওয়াহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
১৭ নং লাইন:
|spouse = জোসেরিন মরিসন গ্রাহাম<br />সেসিলা এলিজা অ্যাডিলেড
}}
'''অ্যান্ড্রিউ স্কট ওয়াহ''' (৩ ফেব্রুয়ারি ১৮১০- ২১ ফেব্রুয়ারি ১৮৭৮) একজন ব্রিটিশ সেনা আধিকারিক ও [[ভারতের সার্ভেয়র জেনারেল]] ছিলেন, যিনি [[মাউন্ট এভারেস্ট]] পর্বতশৃঙ্গের নাম তাঁর পূর্বসূরী [[জর্জ এভারেস্ট|জর্জ এভারেস্টের]] নামে করেন।
 
== প্রথম জীবন ==
অ্যান্ড্রিউ স্কট ওয়াহ ১৮১০ খ্রিস্টাব্দের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জেনারেল গিলবার্ট ওয়াহ [[চেন্নাই|মাদ্রাজের]] মিলিটারি অডিটর-জেনারেল ছিলেন। এডিনবার্গ হাই স্কুল থেকে শিক্ষা সম্পন্ন করে [[অ্যাডিসকম্ব|অ্যাডিসকম্বে]] অবস্থিত [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির]] সেনা কলেজে শিক্ষা সম্পন্ন করেন।
 
== কর্মজীবন ==
অ্যান্ড্রিউ স্কট ওয়াহ কলেজ শিক্ষা সম্পন্ন করে ১৮৩৭ খ্রিস্টাব্দের ১৩ই ডিসেম্বর [[বেঙ্গল ইঞ্জিনিয়ার্স|বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের]] লেফট্যানেন্ট হিসেবে যোগদান করেন ও ১৮২৯ খ্রিস্টাব্দের ২৫শে মে ভারতে পৌছন। ১৮৩১ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল বেঙ্গল স্যাপার্স ও মাইনার্স বাহিনীতে ও ১৮৩২ খ্রিস্টাব্দের ১৭ই জুলাই [[মহান ত্রিকোণোমিতিক সর্বেক্ষণ|ভারতের মহান ত্রিকোণোমিতিক সর্বেক্ষণে]] একজন তরুণ আধিকারিক হিসেবে যোগদান করেন। পরের বছর অ্যান্ড্রিউ ও তাঁর সহকর্মী লেফট্যানেন্ট রেনি টেইলিয়োর [[চুনার]] ও [[জব্বলপুর|জব্বলপুরের]] মধ্যবর্তী বন্যাঞ্চল জরিপের দায়িত্ব লাভ করেন। ১৮৩৪ খ্রিস্টাব্দে ওয়াহ [[দেরাদুন]] শহরে সর্বেক্ষণের অধিকরণে যোগদান করেন, যেখানে তিনি মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণের কাজে সাহায্য করেন। তিনি ১৮৩৫ খ্রিস্টাব্দে [[ফতেহগড়]], ১৮৩৬ খ্রিস্টাব্দে কেপ কোমোরিন হতে দেরাদুন পর্য্যন্ত ৪৫০ মাইল এলাকা, ১৮৩৮ ও ১৮৪১ খ্রিস্টাব্দে বিদার অঞ্চল, ১৮৪২ খ্রিস্টাব্দে রোহিলখণ্ড অঞ্চলে জরিপ কাজে নিযুক্ত হন। [[জর্জ এভারেস্ট]] [[ভারতের সার্ভেয়র জেনারেল]] পদ থেকে অবসর নিলে তাঁর সুপারিশে ওয়াহ ১৮৪৩ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বর এই পদের দায়িত্ব গ্রহণ করেন। ১৮৪৪ খ্রিস্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি তাঁকে ক্যাপ্টেন পদে উন্নীত করা হয়। এই সময় তিনি [[কলকাতা]] থেকে আঠাশ হাজার বর্গমাইল এলাকা জরিপকাজ শুরু করেন।
 
=== মাউন্ট এভারেস্টের জরিপ ===