অ্যান্টার্কটিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩১ নং লাইন:
{{See also|অ্যান্টার্কটিকা অভিযানের তালিকা}}
[[File:James Weddell Expedition.jpg|thumb|১৮২৩ খ্রিস্টাব্দে [[জেমস ওয়েডেল|জেমস ওয়েডেলের]] দ্বিতীয় অভিযানের চিত্র]]
অ্যান্টার্কটিকা মহাদেশের কোন স্থায়ি অধিবাসী নেই এবং উনবিংশ শতাব্দীর পূর্ব পর্য্যন্ত কোন মানুষ এই স্থানকে দেখেছিলেন বলে কোন প্রমাণ নেই। এতদ্‌সত্ত্বেও প্রথম শতাব্দী থেকেই একটি বিশ্বাস প্রচলিত ছিল যে, পৃথিবীর দক্ষিণে ''[[টেরা অস্ট্রালিস]]'' নামক এক বিশাল মহাদেশ উপস্থিত থাকতে পারে। [[টলেমি]] মনে করতেন যে, [[ইউরোপ]], [[এশিয়া]] ও [[উত্তর আফ্রিকা]] নিয়ে গঠিত তৎকালীন যুগে পরিচিত পৃথিবীর ভূমিসমষ্টির সামঞ্জস্য রক্ষার জন্য এই মহাদেশ দক্ষিণ দিকে অবস্থিত। এমনকি সপ্তদেশ শতাব্দীর শেষার্ধে অভিযাত্রীরা [[দক্ষিণ আমেরিকা]] ও [[অস্ট্রেলিয়া]] আবিষ্কারের পর যখন জানা যায়, এই দুইটি মহাদেশ প্রবাদ হিসেবে প্রচলিত অ্যান্টার্কটিকা মহাদেশের অংশ নয়, তখনও ভৌগোলিকরা বাস্তবের থেকে দ্বিগুণ আকারের মহাদেশের অস্তিত্বের কথা বিশ্বাস করতেন।
 
অস্ট্রেলিয়া আবিষ্কারের পর [[অস্ট্রেলিয়া#ব্যুৎপত্তি|এই মহাদেশের নামকরণ]] ''টেরা অস্ট্রালিস'' শব্দটি থেকে করা হয়, কারণ তখন [[ম্যাথিউ ফ্লিন্ডার্স]] নামক অভিযাত্রী সহ বেশ কিছু মানুষ মনে করতেন অস্ট্রেলিয়ার দক্ষিণে উল্লেখযোগ্য মাপের কোন মহাদেশ পাওয়া সম্ভব নয়।{{refn|There is no probability, that any other detached body of land, of nearly equal extent, will ever be found in a more southern latitude; the name Terra Australis will, therefore, remain descriptive of the geographical importance of this country and of its situation on the globe: it has antiquity to recommend it; and, having no reference to either of the two claiming nations, appears to be less objectionable than any other which could have been selected.<ref>Flinders, Matthew. [http://www.slsa.sa.gov.au/encounter/collection/B12985211_259_3.htm ''A voyage to Terra Australis'' (Introduction)]. Retrieved 25 January 2013.</ref>|group="পা"}} সেই কারণে অ্যান্টার্কটিকার প্রবাদের সঙ্গে প্রচলিত হলেও টেরা অস্ট্রালিস নামটি এই মহাদেশের নামের সঙ্গে যুক্ত হয়নি।