মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Inan Marshad (আলোচনা | অবদান)
→‎সহশিক্ষা কার্যক্রম: নতুন তথ্য ও তথ্যসূত্র প্রদান
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Inan Marshad (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৬১ নং লাইন:
বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার পাশাপাশি পাঠক্রমে যোগ করা হয়েছে 'সিসিএ' (কো-কারিকুলার এক্টিভিটিস) ক্লাস, যেখানে শিক্ষার্থীরা পাঠক্রমের বাইরের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হবার সুযোগ পান। এছাড়া শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির ও মুক্তচিন্তার চর্চার জন্য বিদ্যালয়ে গড়ে উঠেছে বিভিন্ন আন্তঃসংগঠন। বিদ্যালয়ের আন্তঃসংগঠনের মধ্যে [[স্কাউটিং|স্কাউট]], [[বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি|রেড ক্রিসেন্ট]] এবং [[বিএনসিসি]]'র কার্যক্রম উল্লেখযোগ্য। এই তিন সংগঠন, বিশেষ করে বিএনসিসি কোরের সদস্যবৃন্দ প্রতি বছর [[বাংলাদেশের বিজয় দিবস|বিজয় দিবসে]] কুচকাওয়াজে অংশগ্রহণ করে থাকে। অত্র স্কুলে [[১৯৮০]] খ্রিস্টাব্দ থেকে বিএনসিসি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই তিন বাহিনী বিদ্যালয়ের বিভিন্ন অন্তর্বর্তি শৃঙ্খলা রক্ষা ছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিশেষ পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক হিসেবেও দায়িত্ব পালন করে থাকে। এমনকি ১৯৯৭ খ্রিস্টাব্দে অত্র বিদ্যালয়ের একজন বিএনসিসি ক্যাডেট তৎকালীন প্রধানমন্ত্রী [[শেখ হাসিনা|শেখ হাসিনাকে]] গার্ড অফ ওনার প্রদান করার গৌরব অর্জন করেন।
 
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও [[১৯৯৫]] খ্রিস্টাব্দে [[বাংলাদেশ টেলিভিশন]] আয়োজিত "জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা"য় রানার-আপ হবার গৌরব অর্জন করে। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে [[১৯৯৬]] খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব। ''ষষ্ঠ স্টামফোর্ড ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০১১''-তে স্কুল পর্যায়ে বাংলা ফাইনাল বিতর্কে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বিদ্যালয়টি, এছাড়া সেখানে শ্রেষ্ঠ তার্কিক হন নাফিস ফেরেদৌস সাকিব<ref>''[http://www.sangbad.com.bd/?view=details&type=gold&data=Politics&pub_no=943&menu_id=37&news_type_id=1&val=88892 ক্যাম্পাস : ষষ্ঠ স্টামফোর্ড ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপের জমজমাট সমাপনী]'', লেখাপড়া পাতা, দৈনিক সমকাল; প্রকাশকাল: ১৩ জানুয়ারি ২০১২, সংগ্রহের তারিখ: ১৬ জানুয়ারি ২০১২।</ref>। ২০১৪ সালের ১৪-ই এপ্রিল প্রতিষ্ঠিত হয় [[MGBHS সাংস্কৃতিক সংঘ -সংশপ্তক]]। এটি প্রতিষ্ঠায় উদ্যোগ নেয় বিদ্যালয়ের তিন ছাত্র ইনান মারশাদ, তাসনীম বিন আলম ও সাদেকীন হায়দার। সংগঠনটি [[জাতীয় শিশু পুরস্কার]]-সহ বিভিন্ন জাতীয় পুরস্কার পেয়েছে। তাছাড়া, সংগঠনটি বিদ্যালয়ে [[উইকিমিডিয়া,বাংলাদেশ]] এর একটি কর্মশালাও আয়োজন করেছে। <ref> "[http://www.kalerkantho.com/feature/campus/2015/08/12/255229]"। </ref>|
 
== জনস্বার্থমূলক কার্যক্রম ==