মারি ক্যুরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৪২ নং লাইন:
==পদক, সম্মাননা ও শ্রদ্ধা ==
[[File:Panthéon Pierre et Marie Curie.JPG|thumb|upright|[[Panthéon, Paris|প্যান্থিওন, প্যারিসে]] [[পিয়েরে ক্যুরি |পিয়েরে]] এবং মারি ক্যুরির সমাধি]]
স্মরণকালের সবচেয়ে জনপ্রিয় নারী বৈজ্ঞানিক হিসেবে মারি ক্যুরি বৈজ্ঞানিক জগতের একজন আদর্শ এবং সারা বিশ্বে তিনি সম্মানিত হয়েছেন, এমনকি [[Pop Culture|পপ সংস্কৃতিজনসংস্কৃতি]] থেকেও।<ref name="Borzendowski2009-36"/> ''[[New Scientist|নিউ সায়েন্টিস্ট]]'' কর্তৃক ২০০৯ সালে পরিচালিত একটি ভোটে ক্যুরি “বিজ্ঞানে সর্বাধিক উজ্জীবিতকারী নারী" নির্বাচিত হন। ক্যুরি মোট ভোটের ২৫.১ শতাংশ লাভ করেন যা দ্বিতীয় অবস্থানে থাকা [[Rosalindরোজালিন্ড এলসি Franklinফ্রাঙ্কলিন|রোজালিন্ড ফ্রাঙ্কলিনের]] প্রাপ্ত ভোটের (১৪.২ শতাংশ) প্রায় দ্বিগুণ<ref name="Most inspirational woman scientist revealed"/><ref name="Marie Curie voted greatest female scientist"/>
 
পোল্যান্ড এবং ফ্রান্স ২০১১ সালকে মারি ক্যুরির বর্ষ ঘোষণা করেন এবং [[জাতিসংঘ]] একে রসায়নের আন্তর্জাতিক বর্ষ ঘোষণা করেন। <ref name=cosm/> [[Sanস্যান Diegoডিয়েগো|স্যান ডিয়াগোরডিয়েগোর]] [[Museumমিউজিয়াম ofঅফ Contemporaryকনটেম্পোরারি Artআর্ট Sanস্যান Diegoডিয়েগো|মিউজিয়াম অফ কনটেম্পোরারি আর্টের]] [[জ্যাকব গ্যালারী]] ‘’মাদাম ক্যুরি’’ পালন করতে বর্ণিল সাজে সেজেছিল। <ref name="Madame Curie art"/> ৭ নভেম্বর তাঁর জন্মদিনে [[গুগল]] একটি বিশেষ [[Google Doodle]] দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করে।<ref name="Marie Curie’s 144th Birthday Google Doodle"/> ১০ ডিসেম্বরে [[Princess Madeleine, Duchess of Hälsingland and Gästrikland|সুইডেনের রাজকন্যা মেডেলিনের উপস্থিতিতে]] [[New York Academy of Sciences|নিউইয়র্ক একাডেমী অফ সাইন্স]] মারি ক্যুরির দ্বিতীয় নোবেল পুরস্কার প্রাপ্তির শততম বার্ষিকী উদযাপন করেন।<ref name="Princess Madeleine attends celebrations to mark anniversary of Marie Curie's second Nobel Prize"/>
 
মারি ক্যুরি নোবেল বিজয়ী প্রথম নারী, দুইটি নোবেল বিজয়ী প্রথম ব্যক্তি, দুইটি ক্ষেত্রে নোবেল জয়ী একমাত্র নারী এবং [[Nobel Prize#Multiple laureates|একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের ভিন্ন ভিন্ন বিষয়ে নোবেল পেয়েছেন]] <ref name="Nobel Prize Facts"/> তিনি যেসমস্ত পুরস্কার পেয়েছেন:
* [[পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার]] (১৯০৩)<ref name="psb112"/>
* [[Davy Medal|ডেভী পদক]] (১৯০৩, পিয়েরের সাথে)<ref name="amudeu"/><ref name="CurieSheean1999"/>
* [[Matteucci Medal|মাট্টেউচ্চি পদক]] (1904; with Pierre)<ref name="CurieSheean1999"/>
* [[Actonian Prize|এক্টোনিয়ান পুরস্কার]] (১৯০৭)<ref>Scientific Notes and News, Science, New Series, Vol. 25, No. 647. (24 May 1907), p. 839.</ref>
* [[Elliott Cresson Medal|এলিয়ট ক্রেসন পদক]] (১৯০৯)<ref name="winners"/>
* [[রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার]] (১৯১১)<ref name="gwiazdapolarna"/>
[[File:1987 CPA 5875.jpg|thumb|[[Soviet Union|সোভিয়েত]] ডাকটিকিট (১৯৮৭)]]
* [[Benjamin Franklin Medal (American Philosophical Society)|ফ্রাঙ্কলিন মেডেল]], [[American Philosophical Society|আমেরিকান ফিলোসফিকাল সোসাইটি]] (১৯২১)<ref name="Minutes"/>
 
১৯৯৫ সালে নিজ যোগ্যতার ভিত্তিতে প্রথম নারী হিসেবে তিনি [[Panthéonপ্যান্থিওন, Parisপ্যারিস|প্যান্থিওন, প্যারিসে]] সমাধি লাভ করেন।<ref name="nytimes"/> [[Curie|ক্যুরি]] (প্রতীক '''Ci''') নামক তেজস্ক্রিয়তার একক তাঁর এবং পিয়েরের সম্মানে রাখা হয়েছে (যদিও নামকরণ প্রদানকারী কমিশন কখনও পরিষ্কার করেনি যে এই নামকরণ পিয়েরে কিংবা মারি কিংবা দুইজনের সম্মানে করা হয়েছে কিনা)।<ref name="How the Curie Came to Be"/> ৯৬ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নামকরণ করা হয়েছিল [[Curium|কুরিয়াম]]।<ref name="Curium"/>ক্যুরিদের নামে তিনটি তেজস্ক্রিয় খনিজ ও নামকরণ করা হয়েছে: [[Curite|কুরাইট]], [[Sklodowskite|স্ক্লদভস্কাইট]] এবং [[Cuprosklodowskite|কুপ্রোস্ক্লদভস্কাইট]]।<ref name="Borzendowski2009-37"/> তিনি বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে বেশকিছু অনারারি ডিগ্রী লাভ করেছেন।<ref name="The Radium Institute"/> [[ইউরোপীয় ইউনিয়ন|ইউরোপীয় ইউনিয়নের]] [[Marie Curie Actions|মারি ক্যুরি একশনস]] প্রবাসে কাজ করতে আগ্রহী তরুণ বিজ্ঞানীদের ফেলোশিপ প্রোগ্রাম।<ref>{{cite web|title=Marie Curie Actions|url=http://ec.europa.eu/research/mariecurieactions/documents/documentation/publications/eu-marie-curie-actions-fellowships-innovative-science-becomes-success-publication_en.pdf|publisher=European Commission|accessdate=10 September 2012|page=5|year=2012}}</ref> তিনি [[Poznań University|পজনান বিশ্ববিদ্যালয়]] (১৯২২), [[Kraków|কারকর]] [[Jagiellonian University|জাগিয়েল্লোনিয়ান বিশ্ববিদ্যালয়]] (১৯২৪) এবং [[Warsaw Polytechnic|ওয়ার্স পলিটেকনিক]] (১৯২৬) থেকে অনারারি ডক্টরেট লাভ করেন।<ref name="cosm"/> তাঁর অসাধারণ অবদানের জন্য তিনি ১৯২১ সালে [[Iota Sigma Pi|আইওটা সিগমা পাই]] জাতীয় অনারারি সদস্যে ভূষিত হন।<ref name="Awards">{{cite web|url=http://www.iotasigmapi.info/awards/professionalawards.html|title=PROFESSIONAL AWARDS|publisher=Iota Stigma Pi: National Honor Society for Women in Chemistry|accessdate=16 December 2014}}</ref>
 
বিশ্বের বিভিন্ন স্থান তাঁর নামে নামকরণ করা হয়েছে। <ref name="Borzendowski2009-37"/> ২০০৭ সালে দুই ক্যুরির সম্মানে [[Pierre et Marie Curie (Paris Métro)|প্যারিসে একটি মেট্রোর নাম]] পরিবর্তন করে তাঁদের নামে রাখা হয়েছিল।<ref name="Borzendowski2009-37"/> পোলিশ নিউক্লিয়ার রিসার্চ [[Mariaমারিয়া reactorরিএক্টর|রিএক্টর মারিয়া]] তাঁর নামে রাখা হয়েছে।<ref name="IEA - reaktor Maria"/> [[7000 Curie|৭০০০ ক্যুরি]] গ্রহাণুটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।<ref name="Borzendowski2009-37"/> একটি [[KLM|কেএলএম]] [[McDonnell Douglas MD-11|ম্যাকডোনেল ডগলাস এমডি-১১]] এর নাম (নিবন্ধন পিএইচ-কেসিসি) তাঁর নামে রাখা হয়েছে।<ref name="Picture of the McDonnell Douglas MD-11 aircraft"/>
[[File:Maria Sklodowska-Curie birthplace mural.jpg|thumb|upright| ২০১১ সালে দ্বিতীয় [[নোবেল পুরস্কার]] প্রাপ্তির [[Centenary|শতবর্ষ পূর্তিতে]] [[Maria Skłodowska-Curie Museum|মারি ক্যুরির জন্মস্থানে]] [[Mural|দেয়ালচিত্র]]।]]
বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাঁর নামে রাখা হয়েছে, যার শুরু দুইটি ইন্সটিটিউট দিয়ে– ওয়ার্সর [[Curieক্যুরি Instituteইন্সটিটিউট, Warsawওয়ার্স|মারিয়া স্ক্লদভস্কা-ক্যুরি ইন্সটিটিউট অফ অঙ্কলজি]] এবং প্যারিসের ''[[Curieক্যুরি Instituteইন্সটিটিউট (Parisপ্যারিস)|ইন্সটিটুট ক্যুরি]]''। তিনি ফ্রান্সের অন্যতম বিজ্ঞান বিশ্ববিদ্যালয় [[Pierre and Marie Curie University|পিয়েরে অ্যান্ড মারি ক্যুরি ইউনিভার্সিটিকেইউনিভার্সিটি]] (প্যারিস ৬) এবং ১৯৪৪ সালে লুবলিনে প্রতিষ্ঠিত [[Maria Curie-Skłodowska University|মারি ক্যুরি-স্ক্লদভস্কা ইউনিভার্সিটিকেইউনিভার্সিটি]]কে সহযোগিতা দিয়েছিলেন। ১৯৪৮ সালে ব্রিটেনে অসুস্থতার শেষ সীমার রোগীদের জন্য [[Marie Curie Cancer Care|মারি ক্যুরি ক্যান্সার কেয়ার]] আয়োজন করা হয়।
মারি ক্যুরিকে উৎসর্গ করে ২টি জাদুঘর আছে। ১৯৬৭ সালে ওয়ার্সর "[[Warsawওয়ার্স Newনিউ Townটাউন|নিউ টাউনে]]" ''উলিকা ফ্রেটা'' (ফ্রেটা সড়ক) অর্থাৎ মারি ক্যুরির জন্মস্থানে [[Maria Skłodowska-Curie Museum|মারিয়া স্ক্লদভস্কা-ক্যুরি মিউজিয়াম]] প্রতিষ্ঠা করা হয়।<ref name="gwiazdapolarna"/> প্যারিসে তাঁর গবেষণাগারটি [[Musée Curie|মিউজি ক্যুরি]] হিসেবে সংরক্ষিত যা ১৯৯২ সালে উন্মুক্ত করা হয়।<ref name="curie"/>
 
তাঁর প্রতিকৃতি হিসেবে অনেক চিত্রকর্ম তৈরি করা হয়েছে। ১৯৩৫ সালে পোলিশ প্রেসিডেন্ট [[Ignacyইগান্সি Mościckiমজচিক|ইগান্সি মজচিকের]] স্ত্রী মিচালিনা মজচিকা ওয়ার্সর রেডিয়াম ইন্সটিটিউটের সামনে মারি ক্যুরির একটি প্রতিকৃতি বা মূর্তি উন্মুক্ত করেন।<ref name="gwiazdapolarna"/> ১৯৪৪ সালে [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] চলাকালীন সময়ে [[নাৎসি জার্মানি|নাৎসি জার্মানিদের]] বিরুদ্ধে [[Warsaw Uprising|ওয়ার্স জাগরণ]] ঘটে এবং গোলাগুলিতে প্রতিকৃতিটি ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের পর প্রতিকৃতি ও এর পাদস্তম্ভে গুলির চিহ্ন রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।<ref name="gwiazdapolarna"/> ১৯৫৫ সালে [[Jozef Mazur|জোসেফজোযেফ মাজুর]] কাঁচ দিয়ে মারি ক্যুরির প্রতিকৃতি [[Maria Skłodowska-Curie Medallion|মারিয়া স্ক্লদভস্কা-ক্যুরি মেডালিয়ন]] নির্মাণ করেন যা [[University at Buffalo|ইউনিভার্সিটি অফ বুফালোরবুফালো]] পোলিশ রুমের বিশেষ আকর্ষণ।<ref name="buffalo"/>
 
তাঁকে উৎসর্গ করে বেশকিছু জীবনী লেখা হয়। ১৯৩৮ সালে তাঁর মেয়ে [[Ève Curie|ইভ ক্যুরি]] ''মাদাম ক্যুরি'' প্রকাশ করেন।<ref name=cosm/> ১৯৮৭ সালে [[Françoise Giroud|ফ্রাঙ্কইজ গিরৌড]] লিখেন ''মারি ক্যুরি: আ লাইফ''।<ref name=cosm/> ২০০৫ সালে [[Barbara Goldsmith|বারবারা গোল্ডস্মিথ]] লিখেন ''অবসেসিভ জিনিয়াস: দ্য ইনার ওয়ার্ল্ড অফ মারি ক্যুরি ''।<ref name=cosm/> ২০১১ সালে [[Lauren Redniss|লরেন রেডনিজ]] প্রকাশ করেন ''রেডিওএকটিভ: মারি এবং পিয়েরে ক্যুরি, এ টেল অফ লাভ অ্যান্ড ফলআউট''।<ref name="Radioactive: Marie and Pierre Curie, a Tale of Love and Fallout"/>
 
১৯৪৩ সালে [[Greer Garson|গ্রির গারসন]] এবং [[Walter Pidgeon|ওয়াল্টার পিজন]] অস্কারের জন্য মনোনীত আমেরিকান চলচ্চিত্র ''[[Madameমাদাম Curieক্যুরি (filmচলচ্চিত্র)|মাদাম ক্যুরিতে]]'',-তে অভিনয় করেন।<ref name="leg"/> সাম্প্রতিককালে ১৯৯৭ সালে পিয়েরে ও মারি ক্যুরির উপর একটি ফরাসি চলচ্চিত্র উন্মুক্ত করা হয় যার নাম ''[[Les Palmes de M. Schutz|লেস পামেস ডি এম. সুতজ]]''। এটি একই নামে একটি লিখিত একটি নাট্যগ্রন্থের উপর রচিত। এখানে [[Isabelle Huppert|ইসাবেলিইসাবেলে হাপারটহাপার্ট]] মারি ক্যুরির ভূমিকা পালন করেন।<ref name="Les-Palmes-de-M-Schutz - Trailer - Cast - Showtimes - NYTimes.com"/>
 
[[Lawrenceলরেন্স Aronovitchআরনোভিচ|লরেন্স আরনোভিচের]] ‘’ফলস এজাম্পসন্স’’ নাটকে মারি ক্যুরির ভূমিকা দেখা যায়, যেখানে অন্য তিন মহিলা বিজ্ঞানীর ভূত তাঁর জীবনের ঘটনাবলী পর্যবেক্ষণ করে।<ref>[http://www.ottawasun.com/2013/03/26/mixing-science-with-theatre Mixing Science With Theatre] – Ottawa Sun, March 2013</ref> [[Susan Marie Frontczak|সুসান মারি ফ্রন্তচজাক]] তাঁর এক-নারীর নাটক ''মানিয়া: দ্য লিভিং হিস্টোরি অফ মারি ক্যুরি''-এ মারি ক্যুরিকে উপস্থাপন করেন যা ২০১৪ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের ৩০টি রাজ্য ও নয়টি দেশে প্রদর্শন করা হয়।<ref name="Main, Douglas">{{cite web | url=http://www.popsci.com/article/science/famous-image-marie-curie-isnt-marie-curie | title=This Famous Image Of Marie Curie Isn't Marie Curie | publisher=Popular Science www.popsci.com | date=7 March 2014 | accessdate=15 November 2014 | author=Main, Douglas}}</ref>
 
বিশ্বজুড়ে বিল, ডাকটিকিট এবং মুদ্রায় ক্যুরির ছবি দেখা গেছে। <ref name="Borzendowski2009-37"/> পোল্যান্ডে ১৯৮০ পরবর্তী সময়ের [[Banknote|ব্যাংকনোট]] ''[[Złoty|জিটটি]]''তে মারি ক্যুরির ছবি দেখা গিয়েছিল<ref name="Council1997"/> এমনকি [[ইউরো]] প্রচলনের পূর্বে ফ্রান্সের সর্বশেষ ৫০০-[[₣|ফ্রাংক]] নোটে ক্যুরির ছবি ছিল। <ref name="Letcher2003"/> দারুণ বিষয় হল [[মালি]], [[Republic of Togoটোগো|টোগো প্রজাতন্ত্র]], [[Zambia|জাম্বিয়া]], এবং [[Republic of Guineaগিনি|ঘানাগিনি প্রজাতন্ত্রে]] ডাকটিকিটে পল স্ক্রোডার পরিচালিত ২০০১ সালের ছবিতে [[Susanসুসান Marieমারি Frontczakফ্রন্তচজাক|সুসান মারি ফ্রন্তচজাকের]] মারি ক্যুরির ভুমিকায় অভিনয়ের দৃশ্য দেখা যায়।<ref name="Main, Douglas"/>
 
২০১১ সালে মারি ক্যুরির দ্বিতীয় নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ পূর্তিতে ওয়ার্সতে তাঁর [[Mariaমারিয়া Skłodowskaস্কলদভস্কা-Curieক্যুরি Museumমিউজিয়াম|জন্মস্থানের]] সদর দরজায় একটি রূপক (বা প্রতীকী) দেয়ালচিত্র দেখা যায়। এতে দেখা যায় শিশু মারিয়া স্ক্লদভস্কা ক্যুরি একটি টেস্টটিউব ধরে ছিলেন যা থেকে দুইটি পদার্থ নির্গত হচ্ছিল যেগুলো তাঁর প্রাপ্তবয়স্কে আবিষ্কারের কথা: [[পোলোনিয়াম]] এবং [[রেডিয়াম]]।
 
এছাড়া ২০১১ সালে [[ভিস্তুলা নদী]]র উপর নতুন একটি [[Mariaমারিয়া Skłodowskaস্কলদভস্কা-Curieক্যুরি Bridgeস্তু, Warsawওয়ার্স|ওয়ার্স ব্রিজের]] নাম তাঁর নামে রাখা হয়।
 
== তথ্যসূত্র ==