মৌলবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Fujael (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''মৌলবাদ''' ({{lang-en|Fundamentalism}}) হচ্ছে গোঁড়া ধর্মীয় মতবাদসমূহের কঠোর অনুগমনের চাহিদা যা সাধারণত বোঝায় উদার ধর্মতত্ত্বের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া।<ref>George M. Marsden, "Fundamentalism and American Culture", (1980)pp 4-5</ref> এই শব্দটি ইংরেজি ফান্ডামেন্টালিজম শব্দের অনুবাদ। মৌলবাদ শব্দটির সাধারণ অন্য অর্থ হল মূলজাত। এখানে মূল শব্দটি দ্বারা ধর্ম বোঝানো হচ্ছে। অর্থাৎ আদি কাল থেকেই ধারনাটি ধর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে। আর সে ধর্ম হল [[খ্রিস্টধর্ম]]। খ্রিস্টান জগতে মৌলবাদ নিয়ে তর্ক শুরু হয়েছিলো ঊনবিংশ শতাব্দির শেষ দিকে এবং বিংশ শতাব্দির দ্বিতীয় দশক পর্যন্ত প্রবল প্রতাপে তা চালু ছিলো। তর্কের শিকড় একটি জায়গায়ঃ বাইবেলে যা লেখা আছে সে সব আক্ষরিক অর্থে গ্রহণ করে মান্য করতে হবে, নাকি পরিবর্তিত পৃথিবীর বাস্তব প্রেক্ষাপট ও মানব ইতিহাসের অগ্রগতির নিরিখে এবং যুক্তিবাদ প্রয়োগ করে ব্যাখ্যা-বিশ্লেষণের পর মান্য করতে হবে? মৌলবাদীরা আক্ষরিক অর্থের সব কিছু গ্রহণ করে থাকেন। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে মৌলবাদ নতুনভাবে তৈরি হয়েছে। সেসব দেশে মৌলবাদের রাজনৈতিক রূপের উদ্দেশ্য রাষ্ট্রনৈতিক ক্ষমতা দখল।
{{অসম্পূর্ণ}}
== [[মৌলবাদী]] ==
কাউকে মৌলবাদী বলটে হলে ঐ লোকটা আধুনিক থিওলজিকে অস্বীকার এবং বিরোধীতা করছে কিনা তা দেখা আবশ্যক । যদি না করে তবে তাকে ফান্ডামেন্টালিস্ট বলা হবে নিঃশ্চিতভাবেই মুর্খতা ।
এখন কেউ যদি নিজ ধর্ম পালন করতে গিয়ে মডার্নিস্ট থিওলজির বিরুদ্ধে না যান তাহলে তাকে আপনি মৌলবাদী বলতে পারেন না । এর মানে এই নয় যে উনাকে এই মডার্নিস্ট থিওলজি মেনে নিতে হবে । এমনকি উনি সমালোচনাও করতে পারবেন তার নিরিখে যুক্তি দেখিয়ে ।
 
==তথ্যসূত্র==
১০ ⟶ ৭ নং লাইন:
==বহিঃসংযোগ==
{{Wiktionary|fundamentalism}}
*[http://gamechangerbd.blogspot.com/2015/10/blog-post.html মৌলবাদ শব্দের ওয়ার্কিং ডেফিনেশন এবং অসংগতি]
*[http://swordofthelordbook.com The Sword of the Lord: The Roots of Fundamentalism in an American Family, book by Andrew Himes]
*[http://www.vcstar.com/news/2011/may/12/can-anyone-define-fundamentalist/ Can Anyone Define Fundamentalist?] Article by [[Terry Mattingly]] via [[Scripps Howard News Service]]