ময়ূর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ragib (আলোচনা | অবদান)
প্রজাতি
Eraheem (আলোচনা | অবদান)
তথ্য যোগ
১ নং লাইন:
[[Image: peacock.displaying.better.800pix.jpg|thumb|250px|bottom-right|পেখম মেলা ময়ূর]]
'''ময়ূর''' ফ্যাসিয়ানিডীফিজিয়ানিডি গোত্রেরপরিবারের একপ্রকারেরপাভো পাখিবর্গের অন্তর্ভুক্ত ফিজ্যান্ট-জাতীয় পাখি। (বৈজ্ঞানিক নাম ''Pavo cristatus'')। এটি [[ভারত|ভারতের]] জাতীয় পাখী । রাজস্থানের বনে জংগলে এরা দলে দলে ঘুরে বেড়ায়বেড়ায়। ।ময়ূরেরময়ূরের যে সুন্দর রঙ বাহার লেজ দেখা যায় তা কেবল পুরুষ পাখীদের থাকে ।একে পেখম বলে ।
 
নীল গলা ময়ূরের পাশাপাশি সাদা ময়ূর দেখা যায়। সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে। তবে মাঝে মাঝে লোকালয়েও দেখা যায়। বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছে চলে আসে। এরা সর্বভূক। চারা গাছের অংশ, কীটপতঙ্গ, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদ প্রাণি খায়। ডিম ফুটে বাচ্চা দেয়। ছোট বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতই মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায়। বিপদ দেখলেই মায়ের ডানার নিচে এসে লুকায়। ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতই মায়ের পালকের আড়ালে, আবার কখনবা পিঠের উপর লাফিয়ে ওঠে।
 
স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে। এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয়। তবে ভারতীয় ময়ূরের মত সাদা ময়ূরের পেখমে সোনালী পালক বা নীল রংয়ের বড় ফোঁটা নেই। সাদা ময়ূর সম্পূর্ণ সাদা। স্ত্রী ময়ূরও পেখম তোলে তবে তা শত্রুকে ভয় দেখানোর জন্য। স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট।
 
{{কমন্স|Peacock|ময়ুর}}