দ্বিতীয় খসরু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Ashiq Shawon (আলোচনা | অবদান)
পরিমার্জন
১ নং লাইন:
{{Infobox monarch
| name = দ্বিতীয় খসরু<br>{{lang|pal|𐭧𐭥𐭮𐭫𐭥𐭣𐭩}}
| title = পারস্যর গ্রেট রাজা (শাহ)<br>পারভেজ (বিজয়ী)
পারভেজ (বিজয়ী)
| image = KhosrauIIDinarHistoryofIran.jpg
| image_size = 300px
| caption = দ্বিতীয় খসরু-এর সোনার Gold স্বর্ণ-মুদ্রা
| reign = ৫৯০ (প্রথম রাজত্ব) <br> ৫৯১&nbsp;– ফেব্রুয়ারী- ২৫, ফেব্রুয়ারী ৬২৮ (দ্বিতীয় রাজত্ব)
| coronation =
| othertitles =
৩০ ⟶ ২৯ নং লাইন:
| birth_date = প্রায় ৫৭০
| birth_place = টেসিফোন, [[পারস্য]]
| death_date = ফেব্রুয়ারী ২৮, ফেব্রুয়ারী ৬২৮
| death_place = টেসিফোন, [[পারস্য]]
| religion = [[জরাথ্রুস্টবাদ]]
৩৭ ⟶ ৩৬ নং লাইন:
}}
 
'''দ্বিতীয় খসরু''' (আপারভেজ বা পারভেজ উপাধিতে আখ্যায়িত, বাংলায় বিজয়ী) বা '''খসরু পারভেজ বা কিসরা আবরুভেজ''' ছিলেন [[স্যাসানীয় সাম্রাজ্য|স্যাসানীয় সাম্রাজ্যের]] শেষ মহারাজা যিনি ৫৭৯ সাল থেকে ৬২৮ সাল পর্যন্ত রাজত্ব করেন। তিনি ছিলেন চতুর্থ হরমজিদ -এর পুত্র এবং প্রথম খসরুর নাতি। তিনিই পারস্যের শেষ রাজা যিনি ইরানে মুসলিম বিজয়ের পূর্বে একটি লম্বাদীর্ঘ সময়েরসময় রাজত্ব পেয়েছিলেন।করেছিলেন। তিনি ঘাতক কর্তৃক নিহত হওয়ার পাঁচ বছর পর পারস্যে মুসলিম বিজয়ের সূচনা ঘটে।
 
রাজত্বকালে সিংহাসন হারানোর পর রোমকদের সহায়তায় তা তিনি সিংহাসন পুনুরুদ্ধার করেন এবং এক দশক পর মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ রোমান প্রদেশগুলো বিজয়ের মাধ্যমে আচেমিডদের সাথে প্রতিদ্বন্দিতা চালিয়ে যান। তার রাজত্বকালের অধিকাংশই ব্যয় হয় বাইজান্টাইন সম্রাজ্যের সাথে কতিপয় যুদ্ধ এবং বাহরাম চবিন ও ভিশামের মত জবরদখলকারীর বিরুদ্ধে সংগ্রাম করার পেছনে।
 
[[শাহনামা]] ও "শিরি ফরহাদ"(যার মূল নাম ছিল খসরু ও শিরীন) নামক প্রেমগাঁথার মত বিখ্যাত পারস্য সাহিত্য তাকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছিল যেগুলো এখনো কাব্য ও রোমান্টিক সাহিত্যজগতে প্রভাব বিস্তার করে চলেছে।
 
== মোহাম্মদের চিঠি ==
ইসলামিক ঐতিহ্যে খসরু পারভেজের আলাদা গুরুত্ব রয়েছে। এর কারণ হল খসরু পারভেজের নিকট ইসলামের নবী হযরত [[মুহাম্মদ সা.]]-এর বার্তাদূত হযরত আব্দুল্লাহ ইবন হুজাফা রাযি.-এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের আহবান জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন, যা শ্রবণ করার পর খসরুতিনি তা ছিড়ে ফেলেন এবং ইয়েমেন নিযুক্ত শাসক বাযানকে হিজায থেকে মুহাম্মদকে বন্দী করে আনার জন্য দুজন লোক পাঠানোর নির্দেশ দেন। ইত্যবসরে, দূত আব্দুল্লাহ ফিরে এসে নবী মুহাম্মদকে সব ঘটনা খুলে বললে নবী হযরত মুহাম্মদ সা. খসরু পারভেজের ধ্বংসের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে ৬২৮ খ্রিস্টব্দে নিজ পুত্র দ্বিতীয় কাভাধ বা শীরভিয়াহ কর্তৃক খসরু পারভেজ নিহত হন।<ref>https://ar.wikipedia.org/wiki/%D9%83%D8%B3%D8%B1%D9%89_%D8%A7%D9%84%D8%AB%D8%A7%D9%86%D9%8A</ref>
 
==তথ্যসূত্র==