উইকিপিডিয়া আলোচনা:জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Uchsash (আলোচনা | অবদান)
Uchsash (আলোচনা | অবদান)
২২ নং লাইন:
 
বাংলা একাডেমির জ্যোতির্বিজ্ঞান শব্দকোষে এই উদ্ধৃতিটি পেলাম। "''নক্ষত্র শব্দটিকে যদিও আমরা তারা বা star এর প্রতিশব্দ হিসেবে ব্যবহার করছি তথাপি ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্র কিন্তু তা নয়। চন্দ্রপথকে ২৭ ভাগে ভাগ করে প্রতি ভাগের নাম রাখা হয়েছে নক্ষত্র। বিভিন্ন দেশে এই নাম বিভিন্ন। গ্রীসে আবার এরকম চন্দ্রনিবাসের কল্পনাও করা হয়নি। হিন্দু পুরাণে ২৭টি নক্ষত্র নিয়ে গল্প আছে। --- এর কোন পরিবর্তন নেই।''(পৃষ্ঠা-১৮৬-পাদটীকা)"। তারা পরিচিতি বইটিতেও এই কথাই বলা আছে। তবে সেখানে নক্ষত্র শব্দের এহেন ব্যবহারকে আমাদের ভুল বলা হয়েছে। অর্থাৎ নক্ষত্র শব্দটি অবশ্যই চন্দ্রনিবাসকে নির্দেশ করে। আর ভারতীয় জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করতে গেলে আমরা তো চন্দ্রপথের ভাগকে অন্য কোন নামে নামাঙ্কিত করতে পারবোনা। তাই আমি একটি প্রস্তাব দিচ্ছি। নক্ষত্র নামের মূল নিবন্ধটিতে চন্দ্রনিবাসের কথা লিখবো। আর "নক্ষত্র (দ্ব্যার্থতাবোধক)" নামে আরকটি নিবন্ধ তৈরী করে সেখানে বলবো যে বাংলা ভাষায় নক্ষত্র শব্দটিকে তারার প্রতিশব্দ হিসেবেও ব্যবহার করা হয়। সম্ভবত এভাবেই সমাধান সম্ভব। এক্ষেত্র সবচেয়ে বড় সমস্যা হবে "Category:নক্ষত্র"কে নিয়ে। কি আর করা যাবে এই বিষয়শ্রেণীর প্রতিটি নিবন্ধকে আবার সম্পাদনা করতে হবে। দ্রুত মতামত জানান। -- [[ব্যবহারকারী:Muhammad|মুহাম্মদ]] ০৮:৪১, ২৯ নভেম্বর ২০০৬ (UTC)
 
 
মুহাম্মদ ভাই, আব্দুল জব্বারের তারা পরিচিতি বইয়ের ব্যাপারে আপনার কথা ঠিকই আছে। এছাড়াও নক্ষত্র রঞ্জন ভৌমিক সম্পাদিত "নক্ষত্র পরিচয়" গ্রন্থে বলা হয়েছে, "রাশিচক্রের ওপর চাঁদ প্রতি দিনে ১৩ ডিগ্রির কিছু বেশী পশ্চিম থেকে পূবে সরে যায়। ফলে এক রাশি বা ৩০ ডিগ্রি অতিক্রম করতে তার লাগে প্রায় সোয়া দু'দিন। মানে, পুরো রাশি চক্রের ১২টি রাশি পেরিয়ে আসতে চাঁদের লাগে প্রায় ২৭ দিন ৪ ঘন্টা। এরকম একটা হিসাব রাখতে কত অসুবিধে বুঝতেই পারছ। এই অসুবিধে দূর করার জন্যেই বোধ হয় প্রাচীন কালের বৈদিক হিন্দুরা রাশিচক্রকে ২৭ট অংশে ভাগ করেছিলেন, যাদের প্রত্যেকটিকে বলা হয় একটি "নক্ষত্র"। প্রতিটি নক্ষত্রে চাঁদকে মাত্র এক দিন করে দেখা যায়।"(পৃষ্ঠা-৩২)।
নক্ষত্রকে নানা জায়গায় "চান্দ্রনক্ষত্র" বলেও উল্লেখ করা হয়েছে। এখানে তাই চন্দ্র নিবাসের কথা লেখা উচিৎ বলে আমার মনে হয়। আর নক্ষত্র(দ্ব্যার্থতাবোধক) পাতায় এটা বলে দিলেই হবে। -- [[ব্যবহারকারী: Uchsash| উচ্ছ্বাস তৌসিফ]] ১০:২০, ২৭ নভেম্বর ২০১৫ (UTC)
 
এই পাতায় দেখছি star শব্দটির পরিভাষা হিসেবে নক্ষত্র আর তারা দুটো শব্দই ব্যবহার করা হয়েছে। এটি ঠিক করে দিতে চাই অর্থাৎ নক্ষত্র শব্দটি তুলে দিতে চাই কিংবা এখানে দ্ব্যার্থতাবোধক পাতার লিঙ্ক দিতে চাই। দ্রুত মতামত জানালে ভাল হয়। -- [[ব্যবহারকারী: Uchsash| উচ্ছ্বাস তৌসিফ]] ১০:২০, ২৭ নভেম্বর ২০১৫ (UTC)
"জ্যোতির্বিজ্ঞান পরিভাষা" প্রকল্প পাতায় ফিরুন।