মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Ashiq Shawon (আলোচনা | অবদান)
পরিমার্জন
১ নং লাইন:
 
{{Infobox School
|school_name = মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়
১৭ ⟶ ১৬ নং লাইন:
|medium of language = বাংলা
|language = বাংলা
|headmaster = সৈয়দ. হাফিজুল ইসলাম
|students = প্রায় ৩০০০
|campus size =
২৬ ⟶ ২৫ নং লাইন:
|campus = ৭.২ একর
}}
 
'''মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়''' [[১৯৫৭]] খ্রিস্টাব্দের [[জুন ১৪|১৪ জুন]] [[পূর্ব পাকিস্তান|তৎকালীন পাকিস্তান]] সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী [[হোসেন শহীদ সোহরাওয়ার্দী]] এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়টি, [[বাংলাদেশ|বাংলাদেশের]] স্বাধীনতার পূর্বে '''সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, মতিঝিল''', যা পরবর্তিতে '''সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল''' হিসেবে সমধিক পরিচিতি পায়। স্বাধীন বাংলাদেশে বিদ্যালয়টি বর্তমান নামে শিক্ষা মণ্ত্রনালয়ের অন্তর্ভুক্ত হয়। [[১৯৯৫]] থ্রিস্টাব্দে এই বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয় এবং ঐ বছরই শ্রেষ্ঠ শিক্ষক হবার গৌরব অর্জন করেন তৎকালীন প্রধান শিক্ষক রশিদ উদ্দিন জাহিদ।<ref name=Sanad>সনদ, বার্ষিকী'৯৭, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত, পৃ. ১৮-১৯; সংগ্রহের তারিখ: জানুয়ারি ১৪, ২০১২ খ্রিস্টাব্দ।</ref> বিদ্যালয়টি [[ঢাকা|ঢাকার]] [[রাজারবাগ পুলিশ লাইন্স]] সন্নিকটবর্তি আউটার সার্কুলার রোড সংলগ্ন দক্ষিণ শাহজাহানপুর মোড়ে অবস্থিত। স্কুলটির অধীনে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হলেও মূলত মূল ব্যবস্থাপনায় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পরিচালিত হয় বলে স্কুলটি মাধ্যমিক স্কুল হিসেবে শ্রেণীবদ্ধ। বিদ্যালয় প্রভাতি এবং দিবা -এই দুই শাখায় পরিচালিত হয়। সরকারি ভর্তি কার্যক্রমে স্কুলটি "খ" গ্রুপে শ্রেণীবদ্ধ<ref>''[http://www.jjdin.com/index.php?view=details&type=single&pub_no=181&cat_id=1&menu_id=12&news_type_id=1&index=1 রাজধানীর সরকারি স্কুলে ভর্তিযুদ্ধ শুরু আজ'', যায়যায়দিন রিপোর্ট, প্রকাশকাল: [অনুল্লেখিত]; সংগ্রহের তারিখ: ১৬ জানুয়ারি ২০১২ খ্রিস্টাব্দ।</ref>
 
৭৬ নং লাইন:
 
== উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী ==
* [[মির্জা আব্বাস]], - রাজনীতিবিদ, [[বাংলাদেশ জাতীয়তাবাদী দল]] (বিএনপি);
* [[ড. [[আব্দুল মঈন খান]], - রাজনীতিবিদ, প্রাক্তন পরিকল্পনা প্রতিমন্ত্রী (১৯৯৪);
* এহসানুল হক সিজান, - বাংলাদেশ যুব ক্রিকেট দলের সদস্য, ইয়ুথ এশিয়া কাপ'৯৭সদস্য।
 
== অন্যান্য ==
{{citation needed span|text=বিদ্যালয়ের দিবা শাখার ক্লাস সমাপ্ত হয়ে গেলে সন্ধ্যায় বিদ্যালয়টি বাংলাদেশ সরকার অনুমোদিত '''বাংলাদেশ ল' কলেজ''' হিসেবে ব্যবহৃত হয়।{{citation needed}} এছাড়া বিদ্যালয়ে প্রতি বছর একবার শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বি.এড. প্রোগ্রামের ড্রিল অনুষ্ঠিত হয়। তখন বি.এড. পরীক্ষার্থীগণ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ক্লাসচলাকালীন সময়ে পাঠদান করে ব্যবহারিক পরীক্ষা দিয়ে থাকেন; এসময় বিদ্যালয়ের রুটিনবদ্ধ শিক্ষক ক্লাস থেকে অব্যাহতি নিয়ে তা উক্ত পরীক্ষার্থীর অধীনে রেখে যান। পাঠ চলাকালীন একজন পরীক্ষক শিক্ষার্থীদের পিছনে বসে উক্ত পরীক্ষার্থী-শিক্ষকের পাঠদান মূল্যায়ন করেন। এছাড়া বিদ্যালয় অডিটরিয়ামটি [[মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়]]ও তাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে ব্যবহার করে থাকে। বিদ্যালয়ের ভিতরের দিকে বালিকা বিদ্যালয়ের সাথে যোগাযোগের একটি অন্তর্বর্তি যাতায়াত পথ রয়েছে, যা প্রয়োজন ছাড়া তালাবদ্ধ থাকে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, বিশেষ করে দির্ঘস্থায়ী বন্যার সময় বিদ্যালয়ের কক্ষগুলোতে সরকারিভাবে দুর্গত মানুষদের আশ্রয় দেয়া হয় এবং বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা তাদের দেখভাল করেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন প্রয়োজনেও (জানাযার নামায আদায় ইত্যাদি) স্থানীয় লোকজন এবং প্রশাসন বিদ্যালয়ের বড় মাঠটি ব্যবহার করে থাকেন।
 
== তথ্যসূত্র ==
৯১ নং লাইন:
== বহিঃসংযোগ ==
{{কমন্স বিষয়শ্রেণী|Motijheel Government Boys' High School}}
 
* [http://www.bd-pratidin.com/?view=details&type=pratidin&pub_no=155&cat_id=3&menu_id=35&news_type_id=1&index=4 বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদমুখর দাবি], দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর খবর।
 
[[বিষয়শ্রেণী:ঢাকার বিদ্যালয়]]