গ্রেট সল্ট লেক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২৪ নং লাইন:
|cities = [[সল্ট লেক সিটি|সল্ট লেক]] এবং [[অগডেন (ইউটা)|অগডেন]]
}}
'''গ্রেট সল্ট লেক''' [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] উত্তরে [[ইউটা]] অঙ্গরাজ্যে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ। এটি পশ্চিম গোলার্ধে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ।<ref name="Britannica">[http://www.britannica.com/ebi/article-9274643 Great Salt Lake]. ''Encyclopædia Britannica Online''</ref> হ্রদটির গড় আয়তন প্রায় ১,৭০০ বর্গমাইল।<ref name="USGS-GSL">[http://ut.water.usgs.gov/greatsaltlake/ Great Salt Lake, Utah]. ''U.S. Geological Survey''.</ref> তবে গভীরতার কারণে বছরের বিভিন্ন সময়ে এই আয়তনের তারতম্য ঘটে। ১৯৬৩ সালে হ্রদটির সবচেয়ে আয়তন নির্ণীত হয়, এই পরিমাণ ছিল ৯৫০ বর্গ মাইল। ১৯৮৮ সালে সর্বোচ্চ ৩,৩০০ বর্গ মাইল নির্ণয় করা হয়।<ref name="USGS-GSL"/> আয়তনের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ হ্রদ, যা গ্রেট লেক অঞ্চলের অন্তর্গত নয়।
 
গ্রেট সল্ট লেক হল প্রাগঐতিহাসিক হ্রদ বনভিলের সবচেয়ে বড় অবশেষ। বনভিল হ্রদ অতীতে ইউটাহ অঙ্গরাজ্যের পশ্চিমে বিশাল স্থানজুড়ে অবস্থিত ছিল। গ্রেট সল্ট লেকের প্রধান উপনদীগুলো হল জর্ডান, ওয়েবার এবং বিয়ার নদী। এই তিনটি নদী থেকে একত্রে প্রতি বছরে প্রায় ১.১ মিলিয়ন টন জলরাশিখনিজ পদার্থ এই হ্রদে পতীত হয়।<ref name="Britannica"/> হ্রদটি কোন শাখা নদী নেই, ফলে একমাত্র বাষ্পীভবন ছাড়া আর কোন উপায়ে জল এখান থেকে নির্গত হয় না। একারণে এর পানি বেশ লবণাক্ত। এর পানির লবণাক্ততা সমুদ্রের পানির চেয়েও বেশি। হ্রদটির পানিতে বিদ্যমান খনিজ পদার্থের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
 
==উৎস==