আস্ফাল্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আজিজ (আলোচনা | অবদান)
অতিরিক্ত সংযোজন অপসরণ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৮ নং লাইন:
আস্ফাল্ট [[হ্রদ]], অথবা [[শৈল]] আকারে পাওয়া যায়। [[ত্রিনিদাদ|ত্রিনিদাদের]] আস্ফাল্ট হ্রদ এর উদাহরণ। এরকম হ্রদগুলি কাঁচা পেট্রলিয়াম হাজার হাজার বছর ধরে সুখার ফলে তৈরি হয়। হ্রদ থেকে প্রাপ্ত আস্ফাল্টের সাথে অনেক রকম [[অপদ্রব্য]] মিশে থাকে, যেমন মৃত পশুর অবশেষ, গাছের টুকড়া, [[বালু|বালি]], [[কাদা-মাটি]], [[পাথর]] ইত্যাদি। [[মধ্যপ্রাচ্য|আরব]], [[ফ্রান্স]], [[জার্মানি]], [[দক্ষিণ আমেরিকা|দক্ষিণ আমেরিকার দেশগুলি]] ও অস্ট্রিয়া ইত্যাদি দেশগুলিতে '''শৈল''' থেকে আস্ফাল্ট পাওয়া যায়।
 
'''নকল''' আস্ফাল্ট (যা [[বিটুমিন]] নামে পরিচিত), অপরিশোধিত পেট্রলিয়াম থেকে পওয়া যায়। [[পেট্রল]], [[কেরাসিন]], [[ডিজেল]] ইত্যাদি বের করার পর যা বাঁচে তাই আস্ফাল্ট। তৈরির প্রক্রিয়াগত পার্থক্য সৃষ্টি করে আলাদা আলাদা গুন-মানের আস্ফাল্ট উত্পন্ন করা হয়। ও প্রয়োজন মত বেশি গাড় কম গাড় করা হয়। যেখানে শুদ্ধ আস্ফাল্ট ব্যবহার সম্ভব নয়, সেক্ষেত্রে আস্ফাল্টের সাথে কোনো উদ্বায়ু পদার্থের মিশ্রণ দিয়ে আস্ফালকে তরল ও মসৃণ করে ব্যবহার্য করা হয়। তখন উপলবদ্ধ পদার্থকে ''কাট ব্যক'' বলা হয়। কোনোকোনো ক্ষেত্রে, যেমন ভেজা বা স্যাঁতস্যাঁতে রাস্তার মাঝে লাগানের জন্যে, আস্ফালটের সাথে জল মিশিয়ে ক্ষির (ইম্লেশন) তৈরি করা হয়।
 
== ব্যবহার ==