উইকিপিডিয়া:উইকিপ্রকল্প অফলাইন সম্পাদনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
+
Bellayet (আলোচনা | অবদান)
নিয়মাবলী
২ নং লাইন:
 
এ পাতার আলাপের পাতায় এ কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হবে, আলোচনার মাধ্যমে ঠিক করা কার্যক্রমের নিয়ম নীতি এ পাতায় লিপিবদ্ধ হবে। দয়া করে আপনার মতামত এবং প্রস্তাবনা [[উইকিপেডিয়া আলাপ:অফলাইন সম্পাদনা উইকিপ্রকল্প|আলোচনা]] পাতায় লিখুন।
 
*প্রকল্পটি এক বা একাধিক প্রশাসকের তত্বাবধানে চলবে।
*আগ্রহী সকল অনলাইন অংশগ্রহনকারীগণের নিজের পাতায় অবশ্যই তার বর্তমান ঠিকানা, ইমেইল এবং মোবাইল বা ফোন নাম্বার উল্লেখ থাকতে হবে। যাতে প্রশাসকগণ অংশগ্রহণকারীর সাথে যোগাযোগ করতে পারেন।
*অফলাইন অংশগ্রহণকারীকে অবশ্যই নিবন্ধ পাঠানোর আগে চিঠি, ফোন অথবা ইমেইল এর মাধ্যমে নির্ধারিত প্রশাসকের কাছে নাম রেজিষ্টার করবেন। প্রশাসক অংশগ্রহণকারীকে একটি টোকেন নাম্বার দিবেন। অংশগ্রহণকারীকে পরবর্তীতে নিবন্ধ পাঠানোর সময় ঐ টোকেন নাম্বার উল্লেখ করে পাঠাতে হবে।
*নাম রেজিষ্টার করা অংশগ্রহণকারী প্রথম নিবন্ধ পাঠানোর পরে বাংলা উইকিপেডিয়ায় তার নামে অ্যাকাউন্ট খোলা হবে। যার পাসওয়ার্ড নির্ধারিত প্রশাসকের কাছে রক্ষিত থাকবে।
*নির্ধারিত প্রশাসক সকল অফলাইন অংশগ্রহণকারীগণের টোকেন, অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডের একটি ডাটাবেস তৈরি করে নিজের কাছে রাখবেন। ভবিষ্যতে কোন অংশগ্রহণকারী নিজে সরাসরি উইকিপেডিয়ায় সম্পাদনা করতে চাইলে বা তার অ্যাকাউন্টের তথ্য সম্পর্কে জানতে চাইলে যেন তাকে তা দেওয়া যায়।
==প্রাথমিক নিয়মাবলী==
*প্রকল্পে রেজিষ্ট্রেশন করতে ডাকযোগে, ইমেইল অথবা ফোন এর মাধ্যমে নাম , ঠিকানা এবং উইকিপিডিয়ায় ব্যবহারকারী নাম সহ নির্ধারিত ঠিকানায় যোগাযোগ করতে হবে।
*প্রথম নিবন্ধ পাঠানোর পরেই উইকিপিডিয়াতে ব্যবহারকারীর নাম তৈরি করা হবে।
*নিবন্ধ পাঠানোর সময় খেয়াল রাখতে হবে তা যেন লেখা স্পষ্টভাবে বুঝা যায়।
*ব্যবহারকারী ইচ্ছা অনুযায়ী কমন বা সার্বজনীন অ্যাকাউন্ট দিয়েও নিবন্ধ পোষ্ট করা যাবে।
*নিবন্ধের সাথে অবশ্যই নির্ভরযোগ্য তথ্যসূত্র বা রেফারেন্স উল্লেখ্য করতে হবে।
*নিবন্ধের সাথে সম্পর্কিত ছবিও পাঠানো যাবে।
*উইকিপিডিয়ায় নিবন্ধ আছে এমন নিবন্ধের ক্ষেত্রে যে সকল নতুন তথ্য শুধু করা হবে।
*উইকিপিডিয়াতে আছে এমন নিবন্ধের কোন তথ্য ভুল থাকলে তা সংশোধন করতে তার নির্ভরযোগ্য তথ্যসূত্র সহ লাইন নাম্বার উল্লেখ করতে হবে।
 
==প্রকল্পে রেজিস্ট্রেশন এবং নিবন্ধ পাঠানোর ঠিকানা==
===ডাক মারফত===
বেলায়েত হোসেন
১৩/৩, পূর্ণ চন্দ্র ব্যানার্জী লেন, লক্ষীবাজার, সূত্রাপুর, ঢাকা-১১০০, বাংলাদেশ।
 
Belayet Hossain
13/3, P.C. Banargee Lane, Luxmibazar, Sutrapur Dhaka-1100, Bangldesh.
 
===ইমেইল===
bellayet@gmail.com
 
==সরাসরি রেজিষ্ট্রেশন এবং সরাসরি সাহায্যের জন্য ==
মোবাইলঃ ০১৮১৯৪৫০৬৬৭
 
==যেসকল নিবন্ধে কাজ হচ্ছে==
*[[শাহবাগ]]
*[[চীনের প্রাচীর]]
 
==অফলাইন অংশগ্রহণকারীর তালিকা==
{|
১৯ ⟶ ৪২ নং লাইন:
|সার্বোজনীন (কমন) ||[[ব্যবহারকারী:WOEP|WOEP]]
|}
 
==অনলাইন অংশগ্রহণকারীর তালিকা==
#[[ব্যবহারকারী:Bellayet|বেলায়েত]]