টাইটানিক (১৯৯৭-এর চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিমার্জন
Ashiq Shawon (আলোচনা | অবদান)
পরিমার্জন
১ নং লাইন:
{{Infobox film
| name = টাইটানিক
| image = Titanic_poster.jpg
| caption = প্রেক্ষাগৃহে মুক্তি পোস্টার
১৮ ⟶ ১৯ নং লাইন:
| gross = [[মার্কিন ডলার|US$]] ১,৮৪৮,৮১৩,৭৯৫<ref>[http://www.the-numbers.com/movies/1997/TITAN.php Movie ''Titanic'' - Box Office Data, News, Cast Information - The Numbers<!-- Bot generated title -->]</ref>
}}
 
'''টাইটানিক''' ({{lang-en|Titanic}} ''টায়ট্যানিক্‌'') হচ্ছে [[১৯৯৭]] সালে মুক্তিপ্রাপ্ত ডিজাস্টার রোমান্টিক চলচ্চিত্র। এই সিনেমার পরিচালক, লেখক ও সহ-প্রযোজক হলেন বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব [[জেমস ক্যামেরন]]। মূল চরিত্রে অভিনয় করেছেন [[লিওনার্ডো ডিক্যাপ্রিও]] (জ্যাক ডসন) ও [[কেট উইন্সলেট]] (রোজ ডিউইট বিউকেটার)। উচ্চবিত্ত সমাজের মেয়ে রোজের সাথে [[আরএমএস টাইটানিক|টাইটানিক]] জাহাজে নিম্নবিত্ত সমাজের প্রতিভূ জ্যাকের প্রেম হয়। [[১৯১২]] সালে টাইটানিকের পরিণতির পটভূমিতে তাদের এই ট্র্যাজেডিই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে। প্রেমের গল্প আর প্রধান চরিত্রগুলো কাল্পনিক হলেও অনেকগুলো পার্শ্ব চরিত্র ঐতিহাসিক সত্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। [[গ্লোরিয়া স্টুয়ার্ট]] বৃদ্ধা রোজের চরিত্রে অভিনয় করেছেন। বৃদ্ধা রোজ তার টাইটানিক জীবনের কাহিনী বর্ণনা করেছে।
 
[[১৯৯৫]] সালে টাইটানিকের চলচ্চিত্রায়ন শুরু হয়। সে সময় ক্যামেরন আটলান্টিকের তলায় টাইটানিকের আসল ভগ্নাবশেষের ছবি তোলা শুরু করেছিলেন। তিনি প্রেম কাহিনীর অবতারণা ঘটিয়েছিলেন মানুষের বাস্তব জীবনের ট্রাজেডির মাধ্যমে টাইটানিকের ট্রাজেডি ফুটিয়ে তোলার জন্য। ছবির আধুনিক সময়ের শ্যুটিং করা হয়েছে রাশিয়ার মির অভিযানের সহযোগী জাহাজ Akademik Mstislav Keldysh-এ, আর প্রাচীন টাইটানিকের শ্যুটিংয়ের জন্য পুরনো টাইটানিক নতুন করে তৈরি করা হয়েছে। বাহা ক্যালিফোর্নিয়ার Playas de Rosarito-তে টাইটানিক পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়া টাইটানিকডুবির দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ক্যামেরন স্কেল মডেলিং ও কম্পিউটার এনিমেশনের সাহায্য নিয়েছেন। তৎকালীন সময়ে টাইটানিকই ছিল পৃথিবীর সবচেয়ে বড় বাজেটের ছবি। এই চলচ্চিত্র তৈরীতে মোট ব্যয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। [[প্যারামাউন্ট পিকচার্স]] ও [[টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স]] যৌথভাবে এই অর্থের যোগান দিয়েছে।