দক্ষিণ কোরিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ה-זפר (আলোচনা | অবদান)
대 = দাএ 데 = দে
ה-זפר (আলোচনা | অবদান)
* সিওল
১৩ নং লাইন:
|demonym = দক্ষিণ কোরীয়, কোরীয়
|motto = 널리 인간세상을 이롭게 하라 (홍익인간)<br />("সমগ্র মানব জাতির কল্যাণ")
|capital = [[সেওউলসিওল]]
|latd=37 |latm=35 |latNS=N |longd=127 |longm=0 |longEW=E
|largest_city = [[সেওউলসিওল]]
|government_type = [[রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা|রাষ্ট্রপতি শাসিত]] [[প্রজাতন্ত্র]]
|leader_title1 = রাষ্ট্রপতি
৫৯ নং লাইন:
|calling_code = +৮২
}}
'''দক্ষিণ কোরিয়া''' উত্তর-পূর্ব এশিয়ার একটি দেশ যা [[কোরীয় উপদ্বীপ|কোরীয় উপদ্বীপের]] দক্ষিণ অংশটি নিয়ে গঠিত। এর সরকারি নাম '''কোরীয় প্রজাতন্ত্র''' ({{lang-ko|대한민국}} ''দাএ-হান্-মিন্-‌গুক্‌'')। দক্ষিণ কোরিয়ার উত্তরে [[উত্তর কোরিয়া]], পূর্বে [[জাপান সাগর]], দক্ষিণে ও দক্ষিণ-পূর্বে [[কোরিয়া প্রণালী]], যা [[জাপান]] থেকে দেশটিকে পৃথক করেছে, এবং পশ্চিমে [[পীত সাগর]]। [[সেওউলসিওল]] হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোরীয় উপদ্বীপের উত্তর অংশটি সোভিয়েত ইউনিয়নের সেনারা এবং দক্ষিণ অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা দখলে রেখেছিল। ১৯৪৮ সালে এ থেকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদ্বয়ের আবির্ভাব হয়। ১৯৫০-১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পরে ধ্বংসপ্রায় দক্ষিণ কোরিয়া ১৯৯০ সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলির একটিতে পরিণত হয় এবং সেই সঙ্গে [[এশিয়ান চার ড্রাগন]]য়ে পরিণত হয়।
৬৬ নং লাইন:
== ইতিহাস ==
 
অবিভক্ত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। তার ফলে অবিভক্ত কোরিয়া ২ ভাগে ভাগ হয়ে যায়| তখন উত্তর কোরিয়া ১৯৫০ সালে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মতাদশে সমাজতান্রিক ব্লকে চলে যায়, অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদি আমেরিকার মতাদশে এর পুঁজিবাদি ব্লকে যোগ দান করে। তখন থেকে কোরিয়া ২টি ভিন্ন নাম যথা উত্তর ও দক্ষিণ তথা ২টি ভিন্ন অথনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে। দক্ষিণ কোরিয়াতে আমেরিকার পুঁজিবাদ আর উত্তর কোরিয়াতে সোভিয়েত ইউনিউনের মত সমাজতন্ত্রবাদ চালু হয়। এটিই ১৯৪৮ সালে পথ দেখিয়েছে অবিভক্ত কোরিয়াকে বিভক্তিকরণ। উত্তর কোরিয়ার সরকারি নাম রাখা হয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রাখা হয় প্রজাতন্ত্রী কোরিয়া। উত্তর কোরিয়া এর রাজধানীর হয় পিয়ং ইয়াং আর দক্ষিণ কোরিয়া এর রাজধানীর হয় [[সেওউলসিওল]]।
 
== প্রশাসনিক ব্যবস্থা ==