১,২৪৪টি
সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই |
|||
}}
[[File:Wanfu Zha - CIMG3326.JPG|thumb|right|[[ইয়াংঝউ]]-এর নিকটবর্তী [[ইয়াং ওয়াংফু বন্যাদ্বার]] (万福闸), এই অঞ্চলের অন্যতম প্রধান বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প।]]
'''হুয়াই নদী''' ({{zh|c={{linktext|淮|河}}|p=Huái Hé}}) হল [[গণচীন|গণচীনের]] একটি অন্যতম প্রধান নদী। এটি [[হুয়াংহো]] এবং [[ইয়াংৎজে নদী|ইয়াংৎজে]],<ref name=Britannica>{{cite encyclopedia|title=Huai River|work=Encyclopædia Britannica|url=http://www.britannica.com/EBchecked/topic/274230/Huai-River|year=2014|accessdate=31 October 2014}}</ref> চীনের বৃহত্তম দুই নদীর মাঝে অবস্থিত এবং তাদের মতই পশ্চিম থেকে
হুয়াই নদী-[[কুইন পর্বত]] রেখাটিকে সাধারণত [[উত্তর ও দক্ষিণ চীন]] বিভক্তকারী রেখা হিসেবে বিবেচনা করা হয়। এই রেখাটি চীনের ০ ডিগ্রীতে জানুয়ারি [[সমোষ্ণ রেখা]] এবং ৮০০ মিমি [[বৃষ্টিপাত রেখা|বৃষ্টিপাত রেখায়]] অবস্থিত (প্রায়)।
== উৎপত্তি ==
হুয়াই নদী [[হেনান প্রদেশ|হেনান প্রদেশের]] টংবাই পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এটি হেনানের দক্ষিণাঞ্চল থেকে
ঐতিহাসিকভাবে, হুয়াই নদী একটি প্রশস্ত পথের মাধ্যমে [[ইউন্টিগুয়ান|ইউন্টিগুয়ানের]] [[হুয়াংহো]] নদীতে প্রবেশ করে। তখন এই নদীকে পার্শ্ববর্তী কৃষিজমিতে পানিসেচের জন্য ব্যবহৃত হত। তারই সাথে এটি খাল ও উপনদী এক বিশাল মিলনস্থলও বটে। ১১৯৪ সালে প্রবাহ শুরু হওয়ার পর থেকে [[হুয়াংহো]] নদী ক্রমাগত তার যাত্রাপথ পরিবর্তিত করে উত্তরের দিকে যেতে যেতে হুয়াই নদীর মধ্যে প্রবেশ করে। পরবর্তীতে নদীভরাট এত বৃহদাকার ধারণ করে, যে হুয়াংহো যখন পরবর্তীতে
এই পরিবর্তনসমূহের কারণে হুয়াই নদীর পানি [[হংজ হ্রদ]] পর্যন্ত উঠে যায় এবং পরে ইয়াংৎজে নদীর দক্ষিণ বরাবর প্রবাহিত হতে থাকে। ছোট-বড়-মাঝারি মানের বন্যা প্রায়শই এই অঞ্চলে হয়ে থাকে, যা তীব্র দুর্ভোগের সৃষ্টি করে। ১৯৫০ সাল পর্যন্ত শেষ ৪৫০ বছরে হুয়াই নদী প্রতি শতকে প্রায় ৯৪টি বড়মাপের বন্যার সৃষ্টি করেছে।
হুয়াই নদীর সমস্যার সমাধান করতে হুয়াই নদী থেকে ইয়াংৎজে নদী ও সমুদ্র পর্যন্ত নির্মাণে কিছু ভিন্নতা আনার প্রতি আলোকপাত করা হয়েছে। বর্তমানে, নদীর একটি বিশাল অংশ হংজ হ্রদ হয়ে ইয়াংৎজে নদী দিয়ে প্রবাহিত হয়। [[উত্তর জিয়াংসু পানিসেচ খাল]] এর কিছু অংশের পানিকে সমুদ্রে যাবার
== তথ্যসূত্র ==
|
সম্পাদনা