রাণীশংকৈল উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্য ও চিত্র যোগ করা হলো
১৮ নং লাইন:
 
== অবস্থান ==
[[File:Shibdhighi Tematha.JPG|thumb|রানীশংকাইল উপজেলা শহরে শিবদীঘি তেমাথা।]]
রানীশংকৈল উপজেলাটি হলো ঠাকুরগাঁও জেলা এবং রংপুর বিভাগের অন্তর্গত। এটি বাংলাদেশের উত্তর-পশ্চিম কর্ণরে অবস্থিত। এর আয়তন ২৮৭.৫৯ বর্গকিলোমিটার। রাজধানী ঢাকা থেকে রানীশংকৈলের দুরত্ব প্রায় ৪৮০ কিলোমিটার। প্রাচীনকালে এই অঞ্চল বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভূক্ত ছিলো। পরর্বতীতে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির সময় পূর্ব পাকিস্তান এবং পরে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অন্তর্গত হয়। ১৯৮৪ সালের আগ পর্যন্ত রানীশংকৈল উপজেলাটি দিনাজপুর জেলার অধীনেই ছিলো ৮৪ সালে ঠাকুরগাঁও কে নতুন জেলা করা হলে রানীশংকৈল ঠাকুরগাঁও জেলার মধ্যে আসে। এই উপজেলার উত্তর দিকে [[বালিয়াডাঙ্গী উপজেলা]], পূর্বে [[পীরগঞ্জ উপজেলা]], পশ্চিমে [[হরিপুর উপজেলা]] এবং দক্ষিণে ভারতের [[পশ্চিম বঙ্গ]] অবস্থতি। এই এলাকার অন্যতম নদী হলো কুলিক, নাগর ও তাইমাই। এর মধ্যে কুলিক হলো বাংলাদেশের একমাত্র নদী যেটি বাংলাদেশে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়ে ভারতে পৌছেছে। এছাড়া সারা দেশে অন্য যে নদীগুলো আছে সেগুলো ভারত থেকে এসেছে। অথবা ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশে এসেছে আবার ভারতে গেছে। ২২ হাজার ৪০৫ দশমিক ০৯ হেক্টর জমি চাষ যোগ্য, ৬ হাজার ১১৫ দশমিক ৭৪ হেক্টর জমি পতিত অবস্থায় আছে। চাষ যোগ্য জমিগুলোর মধ্যে বছরে একবার ফসল উৎপন্ন হয় ৩০% জমিতে, দুই বার উৎপন্ন হয় ৫৫% জমিতে আর তিনবার বার তার বেশি ফসল উৎপন্ন হয় ১৫% জমিতে। চাষ যোগ্য জমির মধ্যে ৬৯% জমিতে সেচ ব্যবস্থ্যা আছে।
 
৪৭ ⟶ ৪৮ নং লাইন:
* আলী আকবর, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য
* ইয়াসিন আলী, রাজনীতিবিদ ও সংসদ সদস্য<ref name="সংসদ সদস্য">{{ওয়েব উদ্ধৃতি|title=নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা|url=http://www.parliament.gov.bd/index.php/bn/mps-bangla/members-of-parliament-bangla/current-mps-bangla/2014-03-23-11-44-22|publisher=জাতীয় সংসদ}}</ref>
 
==নদীসমূহ==
[[File:Kulik_River.JPG|thumb|রানীশংকাইল উপজেলার পূর্ব পাশ থেকে কুলিক নদীর দৃশ্য।]]
রানীশংকাইল উপজেলায় তিনটি নদী রয়েছে। সেগুলো হচ্ছে [[নাগর নদী]], [[কুলিক নদী]] এবং নোনা নদী।
 
== বিবিধ ==