কম্পিউটার মনিটর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Yahia.barie ব্যবহারকারী মনিটর পাতাটিকে কম্পিউটার মনিটর শিরোনামে পুনির্নির্দেশনার মাধ্যমে স্থান...
কিছু সংশোধন করা হয়েছে
১ নং লাইন:
'''মনিটর''' বা '''ডিসপ্লে''' হল [[কম্পিউটার|কম্পিউটারের]] জন্য একটি অউটপুটইলেকট্রনিক দৃষ্টি সহায়ক প্রদর্শক। একটি মনিটর সাধারণত ডিসপ্লে ডিভাইস, [[ইলেক্ট্রনিক বর্তনী|সার্কিট]], আবরণ, এবং পাওয়ার সাপ্লাই দিয়ে গঠিত। কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস হিসাবেই বেশি ব্যাবহার করা হয় । আমরাহয়। সাধারণত মনিটর বলতে বুঝি টেলিভিশনের মতো বড় আকৃতির যন্ত্রকে , কিন্তু প্রযুক্তিতে মনিটরের ধারনা অ্যারও ব্যাপক অর্থে ব্যাবহার হয় ।হয়। মনিটর হল সেই সরঞ্জাম যাতে সিস্টেমে চলমান প্রক্রিয়া সরাসরি দেখা যায় ।যায়।
 
== বিবরণ ==
মনিটর একটি বহুল ব্যবহৃত অউটপুট সরঞ্জাম যা ছাড়া বর্তমানে কম্পিউটিং অসম্ভব ।অসম্ভব। মোবাইল ফোন থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তিতে মনিটর ব্যাবহার হচ্ছে ।হচ্ছে। অতিতে যখন মনিটর তৈরি করা হয় তখন তা ছিল আকার আকৃতিতে বিশাল , এতে প্রচুর বিদ্যুৎ খরচ হত ।হত। প্রথম দিকে সব মনিটরে ক্যাথোড রে টিউব ব্যাবহার হত ।হত। টিউব এর বিপরীত পাশে ফসফরাসের প্রলেপ লাগানো থাকতো ।থাকতো। যখন টিউব থেকে প্রচণ্ড গতিতে ইলেকট্রন টিউব থেকে বেরিয়ে এসে ফসফরাসে আঘাত করে তখন তা আলো বিকিরণ করে এবং এই আলো সামগ্রিক ভাবে বোধগম্য চিত্র ফুটিয়ে তোলে ।তোলে। টিউব থেকে ইলেকট্রন বেরিয়ে আসার হার প্রতি সেকেন্ডে ৫০ থেকে ৭০ বার । বার।
 
টিউব মনিটরের অনেক সীমাবদ্ধতা থাকার কারণে বিকল্প খুঁজার প্রয়োজন হয় ।হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে মনিটরের আকার আকৃতি পরিবর্তন হয় ।হয়। ফ্লাট মনিটরের আবিষ্কার হয় ।হয়। এই ফ্লাট মনিটরে চার্জ যুক্ত বিদ্যুৎ পরিবাহী তরল ক্রিস্টাল ব্যাবহার করা হয় ।হয়। যখনই এই তরলে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় তখন তা নির্দিষ্ট নিয়ম অনুসারে আলোকে বাঁধা প্রদান করার মাধ্যমে দৃষ্টিগোচর বিন্দুতে রূপান্তর করে ও সামগ্রিক ভাবে চিত্রে পরিণত হয় ।হয়। ঘড়ীতে এই মনিটর ব্যাবহার করা হতো আর এখন বর্তমানে মোবাইল ফোনে এই মনিটরের বহুল ব্যাবহার হয় । হয়।
 
== বিবরণ ==
মনিটর একটি বহুল ব্যবহৃত অউটপুট সরঞ্জাম যা ছাড়া বর্তমানে কম্পিউটিং অসম্ভব । মোবাইল ফোন থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তিতে মনিটর ব্যাবহার হচ্ছে । অতিতে যখন মনিটর তৈরি করা হয় তখন তা ছিল আকার আকৃতিতে বিশাল , এতে প্রচুর বিদ্যুৎ খরচ হত । প্রথম দিকে সব মনিটরে ক্যাথোড রে টিউব ব্যাবহার হত । টিউব এর বিপরীত পাশে ফসফরাসের প্রলেপ লাগানো থাকতো । যখন টিউব থেকে প্রচণ্ড গতিতে ইলেকট্রন টিউব থেকে বেরিয়ে এসে ফসফরাসে আঘাত করে তখন তা আলো বিকিরণ করে এবং এই আলো সামগ্রিক ভাবে বোধগম্য চিত্র ফুটিয়ে তোলে । টিউব থেকে ইলেকট্রন বেরিয়ে আসার হার প্রতি সেকেন্ডে ৫০ থেকে ৭০ বার ।
টিউব মনিটরের অনেক সীমাবদ্ধতা থাকার কারণে বিকল্প খুঁজার প্রয়োজন হয় । সময়ের সাথে পাল্লা দিয়ে মনিটরের আকার আকৃতি পরিবর্তন হয় । ফ্লাট মনিটরের আবিষ্কার হয় । এই ফ্লাট মনিটরে চার্জ যুক্ত বিদ্যুৎ পরিবাহী তরল ক্রিস্টাল ব্যাবহার করা হয় । যখনই এই তরলে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় তখন তা নির্দিষ্ট নিয়ম অনুসারে আলোকে বাঁধা প্রদান করার মাধ্যমে দৃষ্টিগোচর বিন্দুতে রূপান্তর করে ও সামগ্রিক ভাবে চিত্রে পরিণত হয় । ঘড়ীতে এই মনিটর ব্যাবহার করা হতো আর এখন বর্তমানে মোবাইল ফোনে এই মনিটরের বহুল ব্যাবহার হয় ।
== ধরন ==
# সি আর টি / ক্যাথোড রে টিউব মনিটর<ref>{{cite web |url=http://www.infodingo.com/electronics/computer-monitors/types-of-computer-monitors/crt/ |title=Cathode Ray Tube (CRT) Monitors |publisher=Infodingo.com |date= |accessdate=2011-05-20}}</ref>
# ফ্লাট প্যানেল মনিটর
<ref name="vesa-fdmi">{{cite web|title=FDMI Overview|url=http://www.vesa.org/wp-content/uploads/2010/12/FDMI-Overview.pdf}}</ref>
=== ক্যাথোড রে টিউব মনিটর ===
[[চিত্র:CRT_color_enhanced.png|thumb|-ক্যাথোড রে টিউব]]
 
এই মনিটরে পিকচার টিউব ব্যাবহার করা হয় ।হয়। রঙ্গিন মনিটরের জন্য আরও তিনটি বেশি টিউব লাগানো হয় ।হয়। এই মনিটরে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে ।রয়েছে।
;বৈশিষ্ট্য
* পিকচার টিউব ব্যাবহার করা হয়
১৮ ⟶ ২১ নং লাইন:
* মৌলিক রঙ তিনটি লাল সবুজ নীল
* ইলেকট্রন গান ব্যাবহার হয়
অতিতে ব্যবহৃত সাদা কালো / রঙ্গিন টিভি হল ক্যাথোড রে টিউব মনিটরের উৎকৃষ্ট উদাহরণ । উদাহরণ।
 
=== ফ্লাট প্যানেল মনিটর ===
[[চিত্র:LCD monitor.jpg|thumb|-এল সি ডি মনিটর]]
যে সকল মনিটরে কোন পিকচার টিউব থাকে না সে মনিটর হল ফ্লাট প্যানেল মনিটর ।মনিটর। বর্তমানে এ ধরণের মনিটরের মধ্যে বেশি ব্যাবহার হয় (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) মনিটর । মনিটর।
;বৈশিষ্ট্য
* বিদ্যুৎ খরচ কম হয়
* পিকচার টিউব ব্যাবহার হয় না
* ক্রিস্টাল আলো বিকিরণ করে
* তথ্য প্রদর্শনের মান ভাল
* ওজনে হালকা পাতলা
* আকার আকৃতিতে ক্ষুদ্র
 
== আরও দেখুন ==
[[কম্পিউটার মনিটর]]
 
== তথ্যসূত্র ==
== তথ্য সূত্র ==
{{Reflist}}
<ref>{{cite web |url=http://www.infodingo.com/electronics/computer-monitors/types-of-computer-monitors/crt/ |title=Cathode Ray Tube (CRT) Monitors |publisher=Infodingo.com |date= |accessdate=2011-05-20}}</ref>
 
<ref name="vesa-fdmi">{{cite web|title=FDMI Overview|url=http://www.vesa.org/wp-content/uploads/2010/12/FDMI-Overview.pdf}}</ref>
==বহিঃসংযোগ==
{{Commons category|কম্পিউটার মনিটর}}
 
{{Basic computer components}}
 
[[বিষয়শ্রেণী:কম্পিউটার বিজ্ঞান]]
[[বিষয়শ্রেণী:প্রদর্শন ডিভাইস]]