বারাণসী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link FA template (handled by wikidata)
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎মন্দির: বট নিবন্ধ পরিষ্কার করেছে
২৩৩ নং লাইন:
[[সঙ্কটমোচন হনুমান মন্দির]] বারাণসীর আরেকটি বিখ্যাত মন্দির। এটি [[হনুমান (দেবতা)|হনুমান]] মন্দির। এটি অসি নদীর তীরে অবস্থিত। দুর্গা মন্দির ও কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রাঙ্গনের নতুন বিশ্বনাথ মন্দিরে যাওয়ার পথে এটি পড়ে।<ref>{{cite web|url=http://varanasi.nic.in/temple/temple.htm|title=Temples of Varnasi|publisher=Varanasi Official website}}</ref> আধুনিক মন্দিরটি বিংশ শতাব্দীতে নির্মিত। এটি নির্মাণ করিয়েছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ পণ্ডিত [[মদনমোহন মালব্য]]।<ref name=ex>{{cite news|url=http://www.indianexpress.com/oldStory/89192/|title=Blasts in Sankatmochan temple and railway station kill dozen, several injured|date=Mar 08, 2006|work=Indian Express}}</ref> কথিত আছে, এইখানেই মধ্যযুগে হিন্দু সন্ত কবি [[তুলসীদাস]] হনুমানের দেখা পেয়েছিলেন।{{sfn| Callewaert|2000|p=90}} প্রতি মঙ্গল ও শনিবারে প্রচুর মানুষ এখানে হনুমান পূজা দিতে আসেন। ২০০৬ সালের ৭ মার্চ মন্দিরে জঙ্গি হামলা হয়েছিল। আরতির সময় তিনটি বোমা বিস্ফোরণ হয়। সেই সময় মন্দিরে অনেক ভক্ত উপস্থিত ছিলেন এবং একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এই বিস্ফোরণে বহু মানুষ আহত হন। যদিও পরদিন থেকে দৈনন্দিন পূজাপাঠ আবার শুরু হয়ে যায়। এই মন্দিরে প্রতিদিন [[হনুমান চালিশা]] (তুলসীদাসের রচনা) ও [[সুন্দরকাণ্ড]] (রামায়ণের অংশ) পাঠ হয়। বইদুটি মন্দির থেকে বিনামূল্যেও পাওয়া যায়।<ref name=ex/> জঙ্গি হামলার পর মন্দিরের মধ্যে একটি স্থায়ী পুলিশ পোস্ট বসানো হয়েছে।<ref>{{cite news|url=http://www.indianexpress.com/news/varanasi-temple-gets-permanent-police-post/396/|title=Varanasi temple gets permanent police post|date=Mar 14 2006,|work=Indian Express}}</ref>
 
[[চিত্র:Varanasi India.jpg|thumb| অষ্টাদশ শতাব্দীতে নির্মিত দুর্গাকুণ্ড ও দুর্গা মন্দির]]
কাশীতে দুটি মন্দিরকে দুর্গামন্দির বলা হয়। একটি ৫০০ বছরের পুরনো [[দুর্গা মন্দির]]। এই মন্দিরের পাশে অষ্টাদশ শতাব্দীতে দুর্গাকুণ্ড নির্মিত হয়। হিন্দু ভক্তেরা [[নবরাত্রি]] উৎসবের সময় দুর্গাকুণ্ডে এসে দেবী [[দুর্গা|দুর্গার]] পূজা করে। মন্দিরটি নাগারা স্থাপত্যশৈলীতে নির্মিত। এতে কয়েকটি বহুতল মিনার আছে। <ref name=route/> মন্দিরের গায়ে লাল রং করা থাকে। কারণ লাল রংটি দেবী দুর্গার সঙ্গে যুক্ত। দুর্গাকুণ্ড পুকুরটি আয়তাকার। প্রতি বছর [[নাগপঞ্চমী]] উপলক্ষ্যে কুণ্ডে অনন্তনাগের উপর শায়িত বিষ্ণুর মূর্তি পূজা করা হয়।