বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Raihan Musfiq (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Raihan Musfiq (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪ নং লাইন:
 
আমি পেশাদার কবি নই,
 
হতেও চাইনা কখনো।
আমার ভিতর যে ক্ষীণ কবিত্বরেকবিত্বের
 
আমার ভিতর যে ক্ষীণ কবিত্বরে
 
বীজ আছে তা তুমি কেনো?
 
আমিও জানতাম না কখনো-
 
যদি ভালবাসতে আমায়।
 
তোমার অবহেলা, ব্যস্ততার ছলে
এড়িয়ে চলা,
 
আর চরম নিষ্ঠুরতা আমার
 
কবিতার জন্য দায়ী।
 
ভালবাসা দিয়ে তাজমহল তৈরি হয়
 
তিক্ত রসে ভরা কবির সন্তান
 
কাব্য হয়না।
 
আমার কাব্যিক কথা গুলোর
 
আক্ষরিক জন্মদাতা হয়তো আমি,
 
কিন্তু তুমিই এদের পরোক্ষ শ্রষ্ঠা।
 
যার কাছে ভালবাসা পাইনি
 
পেয়েছি কাব্য চর্চার অনুপ্রেরণা।
 
ভালবাসা পাইনি তাতে কী?
 
কষ্ট হয়না একটুও!
 
একপাক্ষিক ভাল তো বেসেছি!
 
তোমার নিষ্ঠুরতা এত মধুর লাগে যে
 
আমি বারবার তোমার নিষ্ঠুরতার
 
শিকার হতে চাই।
 
তোমার নিষ্ঠুরতার কালি দিয়েই
 
কবিতার পঙ্কক্তি সাজাতে চাই।