মাইকেল ভন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অধিনায়কত্ব - নতুন অনুচ্ছেদ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
২৮ নং লাইন:
| lastodiyear = ২০০৭
| lastodiagainst = ওয়েস্ট ইন্ডিজ
| club1 = [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব |ইয়র্কশায়ার]]
| year1 = ১৯৯৩-২০০৯
| clubnumber1 = ৭
৮৮ নং লাইন:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/4/4700/4700.html ক্রিকেটআর্কাইভ
}}
'''মাইকেল পল ভন''', [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|ওবিই]] ({{lang-en|Michael Paul Vaughan}}; [[জন্ম]]: [[২৯ অক্টোবর]], [[১৯৭৪]]) গ্রেটার ম্যানচেস্টারের একলেস এলাকায় জন্মগ্রহণকারী [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] অবসরপ্রাপ্ত [[ক্রিকেট|ক্রিকেটার]]।<ref>{{cite episode |title= James Naughtie interviews Michael Vaughan|episodelink= |series=Today |serieslink= Today (BBC Radio 4)|credits= |network=BBC |station= BBC Radio 4|airdate= 29 October 2009|season= |seriesno= |number= |minutes= }}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। পাশাপাশি দলের নেতৃত্বও দিয়েছেন '''মাইকেল ভন'''। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকা পালন করেছেন। এছাড়াও মাঝে-মধ্যে [[অফ স্পিন]] বোলিং করতেন। ঘরোয়া কাউন্টি ক্রিকেটে [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব |ইয়র্কশায়ারের]] প্রতিনিধিত্ব করেছেন তিনি।
 
== খেলোয়াড়ী জীবন ==
[[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ায়]] অনুষ্ঠিত ২০০২-০৩ মৌসুমের [[দি অ্যাশেজ|অ্যাশেজ সিরিজের]] পর তিনি বিশ্বের অন্যতম সেরা [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানের]] মর্যাদা পান। ঐ সিরিজে তিনটি [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরিসহ]] ৬৩৩ রান তোলেন। [[মার্কাস ট্রেসকোথিক|মার্কাস ট্রেসকোথিকের]] সাথে জুটি গড়ে ব্যাপক সফলতা লাভ করেন।
 
তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রয়োগে ও ব্যক্তিকেন্দ্রিক দক্ষতার অধিকারী ভন ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে ৫১ টেস্টে ইংল্যান্ড দলের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্ব পালন করেন। তন্মধ্যে ২৬ টেস্টে জয়লাভ করে জাতীয় রেকর্ড গড়েন। নিজ ভূমিতে অনুষ্ঠিত সবগুলো টেস্টেই জয় পায় তার দল। তবে স্মরণীয় মুহুর্ত হিসেবে ১৯৮৬-৮৭ মৌসুমে জয়ের দীর্ঘ আঠারো বছর পর তার নেতৃত্বে ২০০৫ সালে ইংল্যান্ড দল অ্যাশেজ ট্রফি করায়ত্ত্ব করতে সক্ষম হয়।